ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ১৮:১৮, ১৮ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৮:১৯, ১৮ জানুয়ারি ২০২৪

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

চিকিৎসার জন্য যাতে কাউকে দেশের বাইরে যেতে না হয়, সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘জীবনে কখনও কোনো অনিয়ম করিনি, কোথায় কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করবো না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। সেজন্য চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চাই। চিকিৎসা নিতে দেশের বাইরে যাতে আর কোনো মানুষকে না যেতে হয়, সে ব্যপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেছেন, ‘তুমি কিন্তু বার্ন ছেড়ো না, বার্নের সঙ্গেই থেকো।’ আমি বলেছি, ‘থাকবো, সাপ্তাহে একদিন আমি বার্ন ইনস্টিটিউটে বসবো।’

তিনি আরো বলেন, চিকিৎসকরা কেন গ্রামে যান না, সে বিষয়টিও দেখতে হবে। তাদের নিরাপত্তা, ভালো মন্দ দেখতে হবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলছিলাম, তিনি বলেছেন, কতোগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাংলাদেশে, বিশেষ করে শিশু আয়ানের বিষয়ে কথা হয়। তিনি বলেছেন, দেখো আয়ানের মতো এ রকম ঘটনা কেন হয়? খতিয়ে দেখতে হবে। প্রথমেই একজন ডাক্তারকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এসব বিষয়ে দেখতে হবে। এছাড়াও আরও প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবার্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বার্ন ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল। উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবগণ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল,
হাসপাতালের পরিচালক, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার