ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মঞ্চে পড়ে গেলেন শাকিরা

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:১৬, ২৭ মে ২০২৫

মঞ্চে পড়ে গেলেন শাকিরা

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা মঞ্চে মানেই দর্শকদের মাঝে উন্মাদনা। এবার কানাডাতেও দেখা গেল একই দৃশ্য। তবে নাচতে নাচতে মঞ্চে পড়ে যান শাকিরা। তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে পারফরম্যান্সে মন দেন। এ ঘটনায় বেশ প্রশংসিত হচ্ছেন গায়িকা। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত কনসার্টে গানের সঙ্গে নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যান শাকিরা। তবে তিনি তো সুপার স্টার, পড়ে গিয়েও ভ্রুক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের পারফরম্যান্সে। এই ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তার কামব্যাক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সবার মুখে একটাই কথা- শাকিরাই সেরা।

×