ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

অমি মুহিতের সুরে পিংকির গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ১৪ মার্চ ২০২৩

অমি মুহিতের সুরে পিংকির গান

কণ্ঠশিল্পী পিংকি নুর

কণ্ঠশিল্পী পিংকি নুর। নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন তিনি। অমি মুহিতের সুর ও সংগীতে সম্প্রতি তার ‘তুমি-আমি’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে বিনোদন বাড়ি ইউটিউব চ্যানেল। গানটি প্রসঙ্গে পিংকি নুর বলেন, রোমান্টিক কিছু কথায় গানটি সাজানো হয়েছে। গানের কথা ও সুর শ্রোতাদের ভালো লাগবে। আমিও চেষ্টা করেছি শ্রোতাদের জন্য ভালো একটি গান প্রকাশ করার জন্য। অমি মুহিত বলেন, পিংকির কণ্ঠে দারুণ মেলোডি আছে। তাকে ভেবেই 
গানটির সুর করেছি। এরমধ্যে যারা গানটি শুনেছেন অনেকেই প্রশংসা করেছেন। আশা করছি যারা গানটি শুনবে তাদেরও ভালো লাগবে।

monarchmart
monarchmart