ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

রবীন্দ্রনাথের গানে নবরাগের নিবেদন

প্রকাশিত: ১৫:০৫, ২৯ জানুয়ারি ২০২৩

রবীন্দ্রনাথের গানে নবরাগের নিবেদন

অনুষ্ঠানে গান করছেন শিল্পী ফেরদৌসী কাকলী। ছবি: জনকণ্ঠ।

সংগীত সংগঠন নবরাগের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল চমৎকার একটি অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ঢাকার স্বনামধন্য শিল্পীরা এতে গান করলেন। রবীন্দ্রনাথের গানে সাজানো হয়েছিল মূল অনুষ্ঠান। 

নগরীর নন্দনকাননে ফুলকির এ কে খান মিলনায়তনে শুক্রবার (২৮ জানুয়ারি) মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন ভাষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হক। নবরাগের সভাপতি শিল্পী লাকী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আনোয়ারা আলম। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাঙালির যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক এবং অপরিহার্য। তার গানে, কাব্যে, রচনায় আমরা প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, প্রকৃতি ও পরিবেশকে এক অনন্য রূপে খুঁজে পাই।’

আয়োজকদের পক্ষে ‘নবরাগ’-এর সভাপতি লাকী দাশ বলেন, ‘সংগীতের শুদ্ধ অনুশীলন বিশেষ করে রবীন্দ্রনাথের গানে পরিশুদ্ধ চর্চা ও প্রসারের ক্ষেত্রে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে আপ্রাণ চেষ্টা করব।’

বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রতন বিশ্বাস, রুমি চক্রবর্তী ও শ্রাবন্তী দাশ।

দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আমন্ত্রিত সংগঠন ‘নন্দন’ পরিবেশন করে কথা কাব্য গানে চিরদিনের রবি। একক সংগীত পরিবেশন করেন জাতীয়ভাবে প্রতিষ্ঠিত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, অনিরুদ্ধ সেনগুপ্ত, আজিজুর রহমান তুহিন, তানজিনা তমা, বীথি পান্ডে ও ফেরদৌসী কাকলী।

ঢাকা থেকে সেখানে গিয়ে অনুষ্ঠানে গান করার অভিজ্ঞতা তুলে ধরে ফেরদৌসী কাকলী জনকণ্ঠকে বলেন, ‘আমরা রাজধানী শহরে সব সময়ই গাই। তবে চর্চাটা সারাদেশে ছড়িয়ে যাওয়া উচিত। সে জায়গা থেকে দেখলে চট্টগ্রামের আয়োজনটি খুবই সফল। ভীষণ গুছিয়ে করা হয়েছে। শত সীমাবদ্ধতার পরও নবরাগ এভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন এই শিল্পী।’

এমএইচ

monarchmart
monarchmart