ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইস্টবেঙ্গলের আজীবন সদস্যপদ পেয়েও জার্সি পরেননি সালমান

প্রকাশিত: ১৯:৪৪, ১৪ মে ২০২৩

ইস্টবেঙ্গলের আজীবন সদস্যপদ পেয়েও জার্সি পরেননি সালমান

ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে সালমান খান

ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের একটা বড় অংশ পরবর্তী মৌসুমের চিন্তায় ভুগছেন। তবে আপাতত ক্লাব কর্মকর্তারা শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে গতকাল ১৩ মে জমকালো উৎসেবের আয়োজন করে। বলিউড মহাতারকা সালমান খান ছিলেন এই অনুষ্ঠানের মূল আকর্ষন।

এ ছাড়া বলিউডের আরও একঝাঁক উজ্জ্বল সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন, প্রভুদেবা, গুরু রনধাওয়া, আয়ুশ শর্মা, পূজা হেগরে, কামাল খান এই অনুষ্ঠানে পারফর্ম করেন। তবে সকলের মধ্যেও আলাদা করে উজ্জ্বল ছিলেন সালমানই। তার টানা তিন ঘন্টার এনার্জেটিক পারফরম্যান্স তার ভক্তদের মুগ্ধ করেছে।

তারপরে ওই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করে বলিউডের ভাইজানকে। লাল হলুদ উত্তরীয়, বিশেষভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সালমান খানের পছন্দের ২৭ নম্বরের জার্সি দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাকে আজীবন সদস্য কার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়।

অনেকেই মনে করছেন, কলকাতার বুকে সম্প্রতি এমন কোনো বড় মাপের এন্টারটেইনমেন্ট শো হলো। তবে সালমানকে যখন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোলার অনুরোধ করা হয়, তখন তিনি সেই অনুরোধ বিনীতভাবে প্রত্যাখ্যান করেন। টানা কয়েকঘণ্টা পারফরম্যান্সের পর ঘেমে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। ওই অবস্থায় লাল হলুদ জার্সি গায়ে তোলা উচিত বলে মনে করেননি তিনি।

এমএস

সম্পর্কিত বিষয়:

×