ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুক স্ট্যাটাস

-

প্রকাশিত: ২১:১৯, ২৯ নভেম্বর ২০২২

ফেসবুক স্ট্যাটাস

বক্সিং প্লেয়ার

অনেক মানুষকে দেখি, শুনি, মেসি, নেইমার, রোনাল্ডোদের খেলার ভুল যেভাবে ধরে সেটা দেখে মনে হয় এরা এক একজন চ্যাম্পিয়ন্স লীগ, বিশ্বকাপ অলরেডি জিতে এসে খেলা দেখতে বসছে। মাইক টাইসন (বক্সিং প্লেয়ার) এক সাক্ষাতকারে একবার দারুণ একটা কথা বলছিলেন, উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে ‘ফাইটিং এর আগে অনেকে অনেক ধরনের প্ল্যান করে, কিন্তু ফাইটিংয়ের সময় যখন ২-৪টা ঘুষি হজম করে তখন সব প্ল্যানই মাথা থেকে বের হয়ে যায়। সব ক্ষেত্রেই বলা আর করার মাঝে বিস্তার ফারাক। মাঠের বাইরে বসে অনেক কিছুই আসলে বলা যায়। মাঠের চিত্র ভিন্ন, শুধু, খেলতে নামাটাই খেলা না- সব পরিস্থিতি সামাল দিয়ে, মানসিক অবস্থা, উত্তেজনা নিয়ন্ত্রণ করাও খেলার অংশ। ফুটবল এত সহজ হলে বাংলার ঘরে ঘরে মেসি, রোনালদো থাকত।

×