ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মুক্তি পেল ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২২

মুক্তি পেল ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’

ওয়েব সিরিজে তানজিম সাইয়ারা তটিনী

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তানজিম সাইয়ারা তটিনীর বিশেষ ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘নিউমার্কেট’র গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্রাহাম তামিম। ফিকশনটি ছায়াছন্দের ব্যানারে নির্মিত হয়েছে।
নির্মাতা রুবেল আনুশ বলেন, নিউমার্কেট এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনায় হাওয়া নামে এক তরুণীর জীবনে নেমে আসে অশনি সঙ্কেত। তুচ্ছ ঘটনার কারণে অনেক সময় আমরা অতিমূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলি। ছোট্ট কোন ঘটনা দিন শেষে ভয়ানক রূপ ধারণ করে আমাদের ওপর অশনি সঙ্কেত হয়ে। গল্পে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।
জানা যায়, গল্পে হাওয়া চরিত্রে অভিনয় করেছেন তটিনী। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু। নির্মাতা সূত্রে জানা যায়, ‘ছায়াছন্দ’ ইউটিউব চ্যানেল প্রকাশ হয়েছে ফিকশনটি।

×