ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সমানতালে তানিয়া আহমেদ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সমানতালে তানিয়া আহমেদ

তানিয়া আহমেদ

অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘ সময় ধরে টিভি নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করছেন তিনি। তবে পিছিয়ে নেই বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতেও। সমানতালে তিন মাধ্যমেই কাজ করছেন অভিনেত্রী। ওটিটির জন্য তানিম রহমান অংশুর ‘বুকের মধ্যে আগুন’, মিজানুর রহমান আরিয়ানের ‘উনিশ বিশ’ ও শাফায়েত মনসুর রানার ‘অদৃশ্য’তে অভিনয় করেছেন তিনি। এছাড়া বর্তমানে তিনি রায়হান খানের নির্দেশনায় ‘এক্সকিউজ মি’ (পরবর্তীতে নাম ঠিক করা হয়েছে ‘পায়েল’) সিনেমাতে কাজ করছেন। এতে তানিয়া ব্রথেলের মালিকের চরিত্রে অভিনয় করছেন বলে জানান। তার ভাষ্য, ‘পরিচালকরা আমাকে এখন ভার্সেটাইল চরিত্রে কাস্ট করছেন। ‘উনিশ বিশ’ কাজটি দেখে অনেকেই বেশ প্রশংসা করেছেন। তারা বলেছেন আমি দারুণভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছি।

আবার ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের কাজটিও ছিল অন্যরকম। রায়হান খানের সিনেমাটিতে ব্রথেলের মালিকের চরিত্রটিও বেশ চ্যালেঞ্জের বলতে পারি। ক্যারিয়ারের এ সময়ে দর্শকের মনে রাখার মতো চরিত্রগুলোতেই শুধু কাজ করতে চাই। সময়টা বদলে গেছে। সময়ের সঙ্গে নিজেকেও বদলাতে হয় বলে মনে করি।’ অভিনয়ের বাইরে এ অভিনেত্রী উপস্থাপনাতেও দারুণ পারদর্শী। ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। প্রায় এক যুগ ধরে তিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। তানিয়া বলেন, আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খেলা বা এ জাতীয় কিছু থাকলে অনুষ্ঠানটি বন্ধ রাখত।
এখন তা করে না। আগে ছয় মাস পরপর শূটিং হতো। এখন ৩ মাস পরপর শূটিং করতে হয়। অনুষ্ঠানটি নিয়ে সবার প্রশংসা শুনি। বিশেষ করে মহিলারা খুব পছন্দ করেন।’ ক্যামেরার পেছনেও এ অভিনেত্রী কাজ করেন। বেশ কয়েকবছর আগে তানিয়া ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমাটি পরিচালনা করেন। ফের কবে নির্মাণে ফিরছেন? তিনি বলেন, ‘আমি এখন অভিনয়ে অনেক সময় দিচ্ছি। পরিচালনা করলে নিজে অভিনয় করি না। দুটো কাজ একসঙ্গে করতে চাই না। আরও কিছুদিন অভিনয় করি, তারপর নির্মাণে ফিরব।’

×