ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে স্থাপিত হচ্ছে সম্পূর্ণ আবাসিক “ ইকো ইউনিভার্সিটি অফ টেকনোলোজি”

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:১৮, ২৮ জুন ২০২৫; আপডেট: ২১:২৩, ২৮ জুন ২০২৫

ঠাকুরগাঁওয়ে স্থাপিত হচ্ছে সম্পূর্ণ আবাসিক “ ইকো ইউনিভার্সিটি অফ টেকনোলোজি”

ছবিঃ জনকণ্ঠ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিগ্রই দেশের প্রযুক্তি ও টেকনিক্যাল শিক্ষার প্রসারে একটি আধুনিক ও সময়োপযোগী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যতিক্রমী সম্পূর্ণ আবাসিক বিশাল আকারে ৯টি ফ্যাকালটি নিয়ে “ ইকো ইউনিভার্সিটি অফ টেকনোলোজি” স্থাপনসহ জেলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

সম্প্রতি তিনি বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় শনিবার বিকেলে এসএসসি চুরাশিয়ান বন্ধু গ্রুপ তাকে অভিনন্দন জানাতে গেলে এ কথা জানান।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে জানান, এই ইউনিভার্সিটি স্থাপিত হলে দেশ বিদেশের অসংখ্য শিক্ষার্থী এখানে আসবে কারণ এখানে যে ফ্যাকাল্টি  থাকবে তা এবং পাশ করার পর প্রত্যেকের কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে।  সেইসাথে অসংখ্য শিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে। 

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক -এর সম্মেলন কক্ষে ঠাকুরগাঁওয়ের চুরাশিয়ান বন্ধু গ্রুপের সভাপতি মনিরুজ্জামান মোনায়েম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সবুজসহ সংগঠনের ঠাকুরগাঁও ও পীরগঞ্জের একদল সদস্য ড. মুহম্মদ শহীদ উজ জামান -এর হাতে ফুলের ডালী ও ক্রেস্ট তুলে দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করেন। 

আলীম

আরো পড়ুন  

×