ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিষয় : বিজ্ঞান অধ্যায় : সপ্তম [স্বাস্থ্যবিধি] শ্যামল কুমার দত্ত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রকাশিত: ০১:১১, ১২ অক্টোবর ২০২১

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

সিনিয়র শিক্ষক (অব.) গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ক) সঠিক উত্তর জেনে নেইঃ ১) টুলুর জলাতঙ্ক হয়েছে। কোন প্রাণীর কামড়ে টুলুর রোগ হয়েছে? ক) মশা খ) বিড়াল গ) কুকুর ঘ) তেলাপোকা উত্তরঃ গ) কুকুর। ২) তুহিনের ম্যালেরিয়া হয়েছে, কোন মশা কামড়ালে তুহিনের এ রোগ হতে পারে? ক) ডেঙ্গু খ) ফাইলেরিয়া গ) এনোফিলিস ঘ) কিউলেক্স উত্তরঃ গ) এনোফিলিস ৩) তিথিদের ফুলের টবে জমা পানিতে এডিস মশা জন্মায়, এই মশার কামড়ে তিথির কোন ধরনের রোগ হতে পারে? ক) ম্যালেরিয়া খ) টাইফয়েড গ) ডেঙ্গু ঘ) সোয়াইন ফ্লু উত্তরঃ গ) ডেঙ্গু ৪) সোয়াইন ফ্লু, হাম, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়, এগুলো কোন ধরনের রোগ? ক) পানিবাহিত খ) বায়ুবাহিত গ) ছোঁয়াচে ঘ) পতঙ্গবাহিত উত্তরঃ খ) বায়ুবাহিত ৫) হামের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। এভাবে নিম্নের কোন রোগের জীবাণু ছড়ায়? ক) ইনফ্লুয়েঞ্জা খ) ডায়রিয়া গ) জন্ডিস ঘ) আমাশয় উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা ৬) সাঁতার কাটতে গিয়ে রনি পুকুরের পানি পান করে ফেলে। সে নিচের কোন রোগে আক্রান্ত হতে পারে? ক) ডায়রিয়া খ) হাম গ) যক্ষèা ঘ) বসন্ত উত্তর ক) ডায়রিয়া ৭) সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কোনটি করা উচিত? ক) বেশি ঘুুমানো উচিত খ) পরিস্কার-পরিচ্ছন্ন থাকা উচিত গ) কম ঘুমানো উচিত ঘ) বিনোদনের মধ্যে থাকা উচিত উত্তর খ) পরিস্কার-পরিচ্ছন্ন থাকা উচিত। ৮) কীভাবে সংক্রমণ রোগ ছড়াতে পারে? ক) পরিস্কার থালা বাসনের মাধ্যমে খ) পরিস্কার জামাকাপড়ের মাধ্যমে গ) বিশুদ্ধ খাবারের মাধ্যমে ঘ) দুষিত পানির মাধ্যমে উত্তরঃ ঘ) দুষিত পানির মাধ্যমে ৯) বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে। ক) সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়। খ) পড়ালেখায় অধিক মনোযোগী হয়। গ) প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে। ঘ) শারিরীক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়। উত্তরঃ ঘ) শারিরীক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়। ১০) কোনটি বায়ুবাহিত রোগ? ক) কলেরা খ) ডায়রিয়া গ) আমাশয় ঘ) গুটিবসন্ত উত্তরঃ ঘ) গুটিবসন্ত ১১) কোনটি রোগীর কফ, থুথু, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়? ক) যক্ষèা খ) ডেঙ্গু গ) জন্ডিস ঘ) বসন্ত উত্তরঃ ক) যক্ষèা ১২) ছোঁয়াচে রোগ কোনটি? ক) কলেরা খ) ডায়রিয়া গ) ইবোলা ঘ) ক্যান্সার উত্তরঃ গ) ইবোলা ১৩) যক্ষèা রোগের জীবানু প্রধানত কোনটির মাধ্যমে ছড়ায়? ক) মাটি খ) পানি গ) সংস্পর্শে ঘ) বাতাস উত্তরঃ ঘ) বাতাস ১৪) সংক্রামক রোগ প্রতিকারের উপায় কোনটি? ক) পর্যাপ্ত বিশ্রাম নেয়া খ) পুষ্টিকর খাবার পরিহার করা গ) পানি কম খাওয়া ঘ) ব্যায়াম করা উত্তর : ক) পর্যাপ্ত বিশ্রাম নেয়া। ১৫। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরু হয়- ক) ৬ থেকে ৮ বছরে গ) ১৩ থেকে ১৮ বছরে খ) ৮ থেকে ১৩ বছরে ঘ) ১৮ থেকে ২৩ বছরে উত্তর : খ) ৮ থেকে ১৩ বছরে ১৬। ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত? ক) ৮-১০ বছরে খ) ১০-১২ বছরে গ) ১২-১৫ বছরে ঘ) ৯-১৫ বছরে উত্তর : খ) ৯-১৫ বছরে ১৭। বয়ঃসন্ধিকালে শরীরের কোন পরিবর্তনটি লক্ষ করা যায়? ক) চুল থেকে যাওয়া খ) দ্রæত লম্বা হওয়া গ) ত্বক মসৃণ হওয়া ঘ) ঘাম কম হওয়া উত্তর : খ) দ্রæত লম্বা হওয়া ১৮। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের ব্যাপারে কার সাথে আলোচনা করা উচিত? ক) শিক্ষক খ) মা-বাবা গ) চাচা-মামা ঘ) প্রতিবেশী উত্তর : খ) মা-বাবা প্রশ্নগুলোর উত্তর জেনে নেই ঃ ১) সংক্রামক রোগের কারণ কী? উত্তর ঃ সংক্রামক রোগের কারণসমূহ নিম্নরূপঃ (র) সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে সংক্রামক রোগ হতে পারে। (রর) সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন- গøাস, প্লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এটি হতে পারে। (ররর) মশার মতো পোকামাকড় বা কুকুরের কামড়ে সংক্রামক রোগ হতে পারে। (রা) পচা ও বাসি খাদ্য গ্রহণ করা (া) দুষিত পানি পান করা। ২। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়- তা ব্যাখ্যা কর। উত্তর: সংক্রামক রোগ নিম্নলিখিতভাবে ছড়ায়- (র) সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির সময় জীবাণু বায়ুতে ছড়িয়ে একজন থেকে অন্যজন সংক্রমিত হয়। যেমন হাম, সোয়াইন ফ্লু ইত্যাদি। (রর) রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে, যেমন ফ্লু, হাম ইত্যাদি। (ররর) দুষিত পানি পানের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। যেমন-ডায়রিয়া, কলেরা ইত্যাদি। (রা) প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। যেমন মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়। (া) পচা ও বাসি খাদ্য গ্রহণের মাধ্যমে সংক্রামক রোগ ছড়ায়। ৩। বায়ুবাহিত রোগ কী? উত্তর : বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ বা হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। যেমন-সোয়াইন ফ্লু, যক্ষèা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। ৪। সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কী? উত্তর : সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিম্নরূপ- (র) পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। (রর) পুষ্টিকর খাবার খেতে হবে। (ররর) প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। (রা) রোগের তীব্রতা অনুযায়ী ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ৫। ছোয়াচে রোগ কী? দুটি সংক্রামক রোগের নাম লেখ। সংক্রামক রোগ প্রতিকারে তিনটি করণীয় লেখ। উত্তর : রোগক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ। দুটি সংক্রামক রোগের নাম হলোঃ (র) সোয়াইন ফ্লু। (রর) ইবোলা সংক্রামক রোগ প্রতিকারে তিনটি করণীয় হলোঃ (র) রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। (রর) পুষ্টিকর খাবার খেতে হবে। (ররর) প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। ৬। বায়ুবাহিত রোগের তিনটি কারণ লেখ। বায়ুবাহিত রোগ প্রতিকারে তিনটি করণীয় লেখ। উত্তর : বায়ুবাহিত রোগের তিনটি কারণ নিচে দেওয়া হলোঃ (র) দুষিত বায়ু সেবনের ফলে। (রর) সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে। (ররর) চারপাশের পরিবেশ-পরিচ্ছন্ন না রাখলে। বায়ুবাহিত রোগ প্রতিকারে তিনটি করণীয় নিম্নরূপ: (র) বায়ু দুষণ রোধ করা। (রর) সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে মাস্ক ব্যবহার করা। (ররর) চারপাশের পরিবেশ -পরিচ্ছন্ন রাখা। ৭। বয়ঃসন্ধিকাল কী? এ সময়ের দুটি শারিরীক পরিবর্তন লেখ। বয়ঃসন্ধিকালে শরীরের যতœ সমম্পর্কে দুটি বাক্য লেখ। উত্তরঃ জীবনের এমন এক পর্যায়, যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে। বয়ঃসন্ধিকালে শারীরিক দুটি পরিবর্তন নিচে দেওয়া হলোঃ (র) দ্রত লম্বা হওয়া। (রর) শরীরের গঠন পরিবর্তিত হওয়া। বয়ঃসন্ধিকালে শরীরের যতœ সম্পর্কে দুটি বাক্য নিচে দেওয়া হলোঃ (র) সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। (রর) পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। ৮। সোয়াইন ফ্লু কেন হয়? সোয়াইন ফ্লুর চারটি লক্ষণ লেখ। উত্তর ঃ মানুষের দেহে এইচওয়ান এনওয়ান (ঐ১ঘ১) নামক এক ধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। সোয়াইন ফ্লু এর চারটি লক্ষণ নিচে দেওয়া হলোঃ (র) অস্বাভাবিক অবসাদগদ্রস্ততা। (রর) মাথা ব্যথা। (ররর) ঘন ঘন শ্বাস-প্রশ্বাস অথবা কাশি থাকা। (রা) নাক দিয়ে পানি পড়া। ৯। পানিবাহিত এবং বায়ূবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়? উত্তরঃ পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্যঃ (র) উভয় রোগেই সংক্রামক রোগ । (রর) উভয় রোগেই সংক্রামণ ঘটে জীবাণুর মাধ্যমে । (ররর) উভয় রোগ ছাড়াতেই মাধ্যমের প্রয়োজন হয়। পানিবাহিত এবং বাংয়ুবাহিত রোগের বৈসাদৃশ্যঃ (র) পানিবাহিত রোগের জীবাণু পানির মাধ্যমে বিস্তারত লাভ করে অপরদিকে বায়ুবাহিত রোগের জীবাণু বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে। (রর) পানিবাহিত রোগ হলোঃ ডায়রিয়া কলেরা, আমাশয় ইত্যাদি। অন্যদিকে বায়ুবাহিত রোগের মধ্যে রয়েছে সোয়াইন ফ্লু, গুটিবসন্ত, যক্ষèা ইত্যাদি। খ) বাম পাশের সাথে ডান পাশ মিল করিঃ উত্তরঃ ক + ৫; খ + ৩; গ + ৬; ঘ + ১; ঙ + ৭; চ + ১২; ছ + ১১; জ + ৯; ঝ + ১৩; ঞ + ১৪

আরো পড়ুন  

×