ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জুলাইয়ে

প্রকাশিত: ২০:০৫, ১ আগস্ট ২০২২; আপডেট: ২০:০৭, ১ আগস্ট ২০২২

১৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জুলাইয়ে

রেমিট্যান্স

দেশের রেমিট্যান্সে সুখবর। সদ্য সমাপ্ত জুলাই মাসে গত ১৫ মাসের চেয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ১৯ হাজার ৮৫৬ কোটি টাকা।
   
সোমবার (১ আগস্ট) রেমিট্যান্সের উপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যমতে, ১ জুলাই শুরু হওয়া ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২১০ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে প্রতিদিন ৬ কোটি ৭৬ লাখ ডলার করে পাঠিয়েছেন তারা। টাকার হিসাবে প্রতিদিন দেশে এসেছে ৬৪০ কোটি টাকা।  

তথ্য অনুযায়ী, জুলাই মাসে ২ বিলিয়নের বেশি অর্থাৎ ২০৯ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। একক মাস হিসাবে এ অংক গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয়। এর আগে সবশেষ ২০২০ সালের মে মাসে ২ বিলিয়নের বেশি অর্থাৎ ২১৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

জুলাইয়ে তার আগের মাস জুনের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। তার আগের মাস মে-তে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। এছাড়া চলতি বছরের জুলাইয়ে আগের বছরের জুলাইয়ের তুলনায় ২২ কোটি ৫৪ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ১৫ লাখ ডলার।  

সম্পর্কিত বিষয়:

×