
অনলাইন ডেস্ক ॥ বিশ্ব বাজারে বেড়েছে তামার দাম। বিশ্লেষকরা জানান, মর্টগেজ রেট বৃদ্ধি ও করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউন শিথিল হওয়ায় তামার চাহিদা বাড়ছে বিশ্বে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৪২২ ডলারে।
এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ধাতুটির দাম আরও ৩ শতাংশ বেড়েছে। এপ্রিলের পর এবারই প্রথম সাপ্তাহিক দাম বাড়ল।
জানা গেছে, মার্চের শুরু থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তামার দাম কমেছিল প্রায় ১৫ শতাংশ। চীনের বাজারে চাহিদা না থাকায় পণ্যটির ধস নামে।
তবে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে তামার দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭১ হাজার ৯০০ ইউয়ানে।
সূত্র: বিজনেস রেকর্ডার