ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে এএনএম মাহফুজের যোগ

বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১:২২, ৫ মার্চ ২০২৩

ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে এএনএম মাহফুজের যোগ

এএনএম মাহফুজ

এএনএম মাহফুজ সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৯৮ সালে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন যেখানে তিনি কনজিউমার ব্যাংকিং-এ কাজ করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৮ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন পদে কাজ করেন- এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সেলস টিম ম্যানেজার, ব্র্যাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার, ক্লাস্টার হেড, জেনারেল ম্যানেজার অব কনজিউমার ব্যাংকিং, হেড অব প্রায়োরিটি ব্যাংকিং, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব সিইপিজি এবং সবশেষে হেড অব ক্লায়েন্ট অ্যাকুয়িজিশন।

হেড অব ক্লায়েন্ট অ্যাকুয়িজিশান হিসেবে ব্যাংকের নতুন ব্যবসা এবং গ্রাহক অধিগ্রহণের লক্ষ্য পূরণ ও বৃদ্ধির জন্য তিনি রিটেইল ব্যাংকিং ক্লায়েন্ট অ্যাকুয়িজিশান ইউনিটগুলোর কার্যক্রমকে সুবিন্যস্ত করে তুলেন।- বিজ্ঞপ্তি

monarchmart
monarchmart