ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জারিফ এ আলম

শুদ্ধতা দরকার

প্রকাশিত: ০৯:১৯, ৩০ জানুয়ারি ২০২০

শুদ্ধতা দরকার

ভাষা প্রত্যেক জাতির জাতিসত্তার পরিচায়ক। ভাষাকে যে কোন জাতি বা জাতিগোষ্ঠীকে পৃথকভাবে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাঙালী জাতি হিসেবে আমাদেরও রয়েছে নিজস্ব ভাষা। যার নাম বাংলা ভাষা। যা আমাদের স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। বাংলা ভাষাকে রক্ষার জন্য অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। পাকিস্তানের ক্ষমতাশীল শাসকগোষ্ঠী এই ভাষাকে নিষিদ্ধ করতে চেয়েছিল এক সময়। এই ভাষার বিরুদ্ধে গ্রহণ করেছিল নানা রকম হীন উপায়। যা এই ভাষার বিস্তার ও বিকাশ রুদ্ধ করার অপচেষ্টা। তাদের সেই অশুভ চিন্তাকে বাঙালী সমাজ বেড়ে উঠতে দেয়নি। আর বাঙালী তাই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এই ভাষার ঐতিহ্যকে রক্ষা করতে। সক্ষম হয়েছিল সম্মান ও সুনাম ধরে রাখতে। দৃঢ়তা দেখিয়েছিল দাবি আদায়ে। বাংলা ভাষার ভেতরে অনেক বিদেশী শব্দ স্থান করে নিয়েছে। যা বাংলা ভাষাকে করেছে অনেক সমৃদ্ধ। কিন্তু বর্তমানে বাংলা ভাষার যথেচ্ছ ব্যবহারের কারণে বিভিন্নভাবে এই ভাষার নান্দনিকতা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন মিডিয়া গণমাধ্যমগুলো ভাষার সুষ্ঠু ব্যবহার না করে আরও বিকৃত করে ফেলছে। এতে যেমন ভাষার শৃঙ্খলা নষ্ট হচ্ছে তেমনি বিরূপ প্রভাব ফেলছে জনসাধারণের মাঝে। অনেকে আবার এসব অনুসরণ করতে চেষ্টা করে; যার কারণে বাংলা ভাষার প্রকৃত সৌন্দর্য অনেকাংশে হ্রাস পাচ্ছে। তাছাড়া এই ভাষার চর্চা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বইবিমুখ হয়ে পড়ছে অধিকাংশ মানুষ। যার কারণে অনেক ভুল কিছু শিখছে তারা। তাদের বিচার-বিশ্লেষণের ক্ষমতাও কমে যাচ্ছে দিনকে দিন। এসবের জন্য মূলত বাংলা ভাষার প্রতি অনীহা আর উন্নাসিক মনোভাবই দায়ী। যার ফলে পাঠাভ্যাস কমে যাচ্ছে। আর বাংলা ভাষাকে নিয়ে কাজ হচ্ছে নিতান্তই নগণ্য। একটি ভাষাকে বাঁচিয়ে রাখতে সেটাকে মানুষের ব্যবহারযোগ্য হতে হয় সবসময়। সেটাকে চর্চার মাধ্যমে আরও বেগবান করে তোলা প্রয়োজন। বাংলা ভাষাতে সেই সঙ্কট চোখে পড়ার মতো। কারণ, এর না হচ্ছে সুষ্ঠু চর্চা না হচ্ছে উন্নততর কোন গবেষণা। বাংলা ভাষাকে আরও আধুনিকায়ন আরও প্রমিতকরণ করার ক্ষেত্রে একে বিজ্ঞানসম্মত আর ব্যবহার উপযোগী করতে এর চর্চা আর পঠনপাঠন বাড়াতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
×