ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মা

.

প্রকাশিত: ২০:৫১, ৫ মে ২০২৪

মা

.

পৃথিবীতে মায়ের কোনো বিকল্প হয় না। যে মেয়েটা কিছুদিন আগেও ছিল খুব পরিপাটি, মা হওয়ার সঙ্গে সঙ্গেই সে এক অন্য নারীতে পরিণত হয়। তার নাওয়া-খাওয়া-ঘুম-সৌন্দর্য- সব তুচ্ছ হয়ে যায় সন্তানের সুখ-স্বাচ্ছন্দ্যের কাছে। ধীরে ধীরে পরিবর্তিত হয় মা রূপে। সন্তানকে আগলে রাখে সব রকম ঝড়-ঝঞ্ঝা থেকে! ভুলে যায় নিজের কিশোরী রূপটাকে। একটা মহীরুহে রূপান্তরিত হয়ে যায় নিজের অজান্তেই। সব ভাবনা এসে মিলে সন্তানের ভালো-মন্দে।

সেই মাকে আমরা এক বাক্যে বলি- আমার মা আমার সব। কিন্তু সেটা নিজের প্রয়োজনে। কখনো মায়ের ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ-অপছন্দের কথা জানি আমরা? কখনো বলেছি- মা তুমি আজ আরাম করো। আজ সব আমার দায়িত্ব? মাকে ভালোবাসার কোনো দিবস লাগে না- এটা ঠিক। কিন্তু এই দিবসটাতেই কিন্তু আমরা মাকে নিয়ে ব্যস্ত হই। গিফট কিনে দেই, তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি- আরও কত কি! বিশেষ দিনে যদি বিশেষ কিছু হয়, তো মন্দ কি? থাক একটামা দিবস

মে মাসের দ্বিতীয় রবিবারমা দিবস যাদের মা আছে তারা হয়তো এখন থেকেই ভাবতে শুরু করেছেন কি গিফট দেওয়া যায়? একটু তবে ব্যতিক্রম হোক এবারের মা দিবস! এবার আর কোনো দামি উপহার নয়। মাকে কিছু সময়ের জন্য হলেও তার আগের সময়টুকু ফিরিয়ে দিন। জেনে নিন তখন মা কিভাবে সাজতেন, কোন বন্ধুর সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাতেন, কোথায় বেড়াতে যেতেন, কি খেতে পছন্দ করতেন ইত্যাদি মায়ের প্রিয় বিষয়গুলো। মায়ের সঙ্গে এবার না হয় সারাটা দিন থাকুন, মাকে কিছু রান্না করে খাওয়াতে পারেন, বেড়াতে যেতে পারেন তার প্রিয় কোনো জায়গায়।

আমরা বড় হয়ে নিজেদের নিয়ে বড্ড বেশি ব্যস্ত হয়ে যাই। মায়ের মনের খবর নেওয়ার মতো সময় আমাদের থাকে না। নিজেদের স্বার্থে তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেও কুণ্ঠাবোধ করি না। মায়ের জন্য ভালোবাসা যেন শুধু একটা বিশেষ দিনেই সীমাবদ্ধ না থাকে। মায়ের ত্যাগ, ভালোবাসাগুলো মনে রেখে তাঁদের যেন আমরা যত্নে রাখি। বৃদ্ধ বয়সে মা সন্তানের সাহচর্য চায়, দামি উপহার নয়। হাজার ব্যস্ততার মাঝেও প্রতিদিন কিছুটা সময়

মায়ের জন্য রাখুন।

যাপিত জীবন

প্রতিবেদক

×