ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সত্যতা যাচাই জরুরী

প্রকাশিত: ০৪:১৮, ১৫ নভেম্বর ২০১৮

সত্যতা যাচাই জরুরী

‘গুজবে কান দেবেন না’ কথাটি নানা সময়ে বলে থাকেন দায়িত্বশীল মানুষেরা। সত্যিই গুজবে ছেয়ে গেছে আমাদের বর্তমান সমাজ। এর মূলে রয়েছে ফেসবুক। এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু কিছু কিছু মানুষ আনন্দের ছলে এর অপব্যবহার প্রতিনিয়ত করে যাচ্ছে। তারা হয়তো বুঝতে পারছে না, তাদের আনন্দ অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই কার্যে রয়েছে কিছু ফেসবুক পেইজের ভূমিকা। উচিত হবে অবিলম্বে এদের দমন করা। সত্যিকার অর্থে, কিছু কিছু মানুষের মানবিকতাই হারিয়ে যেতে চলেছে। সবকিছুই একটি ভাল ও একটি মন্দ দিক থাকে। কিন্তু তারা ভাল দিকটা ছেড়ে মন্দ দিকে দৌড়াচ্ছে অবিরাম গতিতে। মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি পোস্ট, স্ট্যাটাস, কমেন্ট ইত্যাদির জন্য সমাজে বিভিন্ন ধরনের জটিল সমস্যারও সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও, কিছু অসৎ লোকের উস্কানিমূলক পোস্টে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। কেউ কেউ আবার একটি ছোট ঘটনাকে বড় করে তোলে। কেউ কেউ স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক করে তোলে। এই ক্ষেত্রে বেকারত্বকেও একটা সমস্যা হিসেবে বলা যেতে পারে। সারাদিন ঘুরে ফিরে খাওয়া লোকদের হাতে সময়ের অভাব থাকে না। তাই, তাদের অনেকে সহজলভ্য ফেসবুকে এই ধরনের কাজগুলো করে থাকে। এছাড়া, বর্তমানে আমাদের দেশে স্কুল-কলেজের ছেলে মেয়েরাও এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। আধুনিকতার ছোয়ায় অনেকে অত্যাধুনিক হয়ে গেছে। তারা হয়তো গুজব ছড়ানোটাকেও স্মার্টনেস ভাবে। তবে, এটা মোটেই কাম্য নয়। একটি গুজব সম্পূর্ণ দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে। একাধিক মানুষ বা দলের মধ্যে ভুল বোঝাবুঝিও সৃষ্টি করতে পারে। তাই আমাদের সকলেরই গুজব সম্পর্কে সচেতন হতে হবে। মানুষদের ভাল কাজে উৎসাহিত করতে হবে। এর ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানাতে হবে। একজন নাগরিক হিসেবে দেশের কাজে অংশ নেওয়া প্রত্যেকের দায়িত্ব। আর এটা দেশের সমাজকে নিয়েই একটা কাজ। ফেসবুক ব্যবহার করা দোষের কিছু নয়। দোষের হলো অপব্যবহার করা। সমাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই ডিজিটাল গুজব বন্ধের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং যে কোন ধরনের সংবাদের সত্যতা যাচাই করে নিতে হবে। মুন্সীগঞ্জ থেকে
×