ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে ৩ ঘণ্টা বৃষ্টিতে জলজট, দুর্ভোগ

প্রকাশিত: ২৩:২১, ২২ মে ২০২২

চট্টগ্রামে ৩ ঘণ্টা বৃষ্টিতে জলজট, দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ॥ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ছিল চট্টগ্রামে। আর এই বৃষ্টি মানেই চরম ভোগান্তি বন্দর নগরীর বাসিন্দাদের। জলজটের কারণে প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টা পানির নিচে ডুবে থাকায় যানবাহন ও অফিসমুখী যাত্রীদের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা বৃষ্টি হয় থেমে থেমে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে চট্টগ্রামে গত কয়েকদিনের গরমে চট্টগ্রামবাসী বৃষ্টিতে স্বস্তি পেলেও জলজটের কারণে ভোগান্তি ছিল চরমে। এদিকে দুপুরে পর থেকে সড়কগুলো থেকে পানিও নামতে থাকে। তবে বৃষ্টি হলেই জলজটের ভোগান্তিতে মুক্তি মিলে না। শনিবার সকালের বৃষ্টির কারণে ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, কাপাসগোলা, বাদুরতলা, বাকলিয়া, বহদ্দারহাটসহ নগরীর বেশিরভাগ নিম্নাঞ্চল দুপুর পর্যন্ত ছিল পানিতে। এসব স্থানে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। সকালে সড়কে পানি থাকায় অফিসমুখী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। নোংরা পানি মাড়িয়ে অফিসে যেতে হয়েছে বেশিরভাগ বাসিন্দাদের। এছাড়া সড়কে পানির মধ্যেই যানবাহন চলাচল করতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনাও ঘটেছে বেশ কিছু এলাকায়। প্রসঙ্গত, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকার চারটি প্রকল্প চলমান। প্রকল্পের আওতায় কয়েকটি খালে অস্থায়ী বাঁধ আছে। সেসব বাঁধের কারণে খালগুলো পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলজটের সৃষ্টি হয়।
×