ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা (প্রথম পত্র) অতিথির স্মৃতি নাসরিন হক

অষ্টম শ্রেণির লেখাপড়া

প্রকাশিত: ০১:৫৭, ২৮ জানুয়ারি ২০২২

অষ্টম শ্রেণির লেখাপড়া

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহু নির্বাচনি প্রশ্নোত্তর: ১। অতিথির স্মৃতি গল্পে কোনটি প্রকাশ পেয়েছে? ক) ধর্মনিষ্ঠা খ) প্রকৃতি প্রেম গ) দায়িত্বশীলতা ঘ) জীব প্রেম উত্তর : ঘ) জীব প্রেম ২। অতিথির স্মৃতি গল্পে থেকে আমরা কোনটি পরিহার করতে শিখবো? ক) হতাশা খ) নিষ্ঠুরতা গ) ¯েœহ ঘ) আবেগ উত্তর : খ) নিষ্ঠুরতা ৩। অতিথি গোপনে লেখকের কাছে কোন নালিশটি জানাতে চায়? ক) দুই দিন খেতে পায়নি খ) লেখককে দুই দিন দেখতে পায়নি গ) দুইদিন বেড়াতে পারেনি ঘ) মালি রো তাড়িয়ে দিয়েছে উত্তর : ক) দুই দিন খেতে পায়নি ৪। ‘তার উৎসাহ সবচেয়ে বেশী’Ñ এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? ক) চাকরদের খ) মালিবৌ গ) কুকুর ঘ) বেরিবেরি রোগী উত্তর : গ) কুকুর ৫। ‘অতিথির স্মৃতি’ গল্পে সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন? ক) বেরিবেরি রোগীদের খ) বাত ব্যাধিগ্রস্থদের গ) চাকরদের ঘ) পাখিদের উত্তর : খ) বাত ব্যাধিগ্রস্থদের ৬। অতিথির ঘন ঘন লেজ নাড়ার অর্থ কী? ক) সত্যি বলছ তো? খ) নালিশ জানাতে চায় গ) ক্ষিদে পেয়েছে ঘ) খাবার ভাল হয়নি উত্তর : ক) সত্যি বলছ তো? নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও। নাতাশার একটি ময়না পাখি আছে সে তাকে কথা শিখায়। একদিন ঘুম থেকে উঠে দেখল পাখিটা খাঁচায় মরে পড়ে আছে। ময়না শোকে নাতাশা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ৭। উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পে সাদৃশ্যগত দিক কোনটি? ক) তুচ্ছ প্রাণীর প্রতি ভালবাসা খ) ইতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা গ) তুচ্ছ জীব হারানোর শোক ঘ) মানবেতর জীবকে অবজ্ঞা করা উত্তর : ক) তুচ্ছ প্রাণীর প্রতি ভালবাসা ৮। উদ্দীপকটির সাথে সঙ্গতিপূর্ণ বাক্য হলÑ র) কী-রে যাবি আমার সঙ্গে রর) চাকরদের দরদ তার উপরই বেশী ররর) না খেয়ে যাসনে বুঝলি? নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর খ) র ও ররর ৯। ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন? ক) গৃহের প্রতি উদাসীনতা খ) অতিথির জন্য বিরহ কাতর গ) দেওঘরের প্রতি মমতা ঘ) শরীর পুরোপুরি সুস্থ হয়নি উত্তর : খ) অতিথির জন্য বিরহ কাতর ১০। ‘চাকরদের দরদ তার উপরেই বেশী’Ñ তার বলতে কাকে বোঝানো হয়েছে? ক) কুকুর খ) লেখক গ) মালি ঘ) মালি বৌ উত্তর : ঘ) মালি বৌ ১১। অতিথির স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে? ক. বুলবুলি খ. দোয়েল গ. শ্যামা ঘ. শালিক উত্তর: খ. দোয়েল ১২। পাখি ধরে বিক্রি করা কাদের ব্যবসা? ক. মালি খ. আসামি গ. জেলে ঘ. ব্যাধ উত্তর: ঘ. ব্যাধ ১৩। ‘হয়ত ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই’-ওর বলতে লেখক কাকে বুঝিয়েছেন। ক. বেনে-বৌ পাখি খ. কুকুর গ. বুলবুলি পাখি ঘ. মালিনী উত্তর: খ. কুকুর ১৪। কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো? ক. বেরিবেরি আসামিকে খ. বাতব্যাধিগ্রস্থ ব্যক্তিদের গ. দরিদ্র ঘরের মেয়েটিকে ঘ. পীড়িতদের। উত্তর: গ. দরিদ্র ঘরের মেয়েটিকে ১৫। রাত তিনটায় কোন শব্দ শুনে লেখকের ঘুম ভেঙ্গে যায়? ক. ভজনসুর খ. পাখির ডাক গ. কুকুরের ডাক ঘ. চাকরদের হাঁকডাক উত্তর: ক. ভজনসুর ১৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন? ক. পারিবারিক কারণে খ. অর্থনৈতিক দীনতা গ. রাজনৈতিক কারণে ঘ. আগ্রহ ছিল না বলে উত্তর: খ. অর্থনৈতিক দীনতা ১৭। লেখক কাদের চলন দেখে ভরসা পেলেন? ক. বাতব্যাধিগ্রস্থদের খ. মধ্যবিত্ত ঘরের পীড়িতদের গ. ব্যাধদের ঘ. চাকরবাকরদের উত্তর: ক. বাতব্যাধিগ্রস্থদের ১৮। ‘আজ তুই আমার অতিথি’ -লেখক কাকে কথাটি বলেছেন? ক. গৃহস্থ ঘরের মেয়েটিকে খ. মালিনীকে গ. কুকুরকে ঘ. বোন-বৌ পাখিকে উত্তর: গ. কুকুরকে ১৯। কুকুরটির অতিথ্যে কার ঘোরতর আপত্তি ছিল? ক. বামুন ঠাকুরের খ. চাকরদের গ. মালির ঘ. মালিনীর উত্তর: ঘ. মালিনীর ২০। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কত পর্বে প্রকাশিত হয়েছে ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর: গ. চার
×