ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন নিপীড়নের অভিযোগে উবারকে ৯০ লাখ ডলার জরিমানা

প্রকাশিত: ১৭:১৮, ৪ ডিসেম্বর ২০২১

যৌন নিপীড়নের অভিযোগে উবারকে ৯০ লাখ ডলার জরিমানা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়ন এবং হয়রানির অভিযোগ নিষ্পত্তি করতে উবারকে গুনতে হচ্ছে ৯০ লাখ ডলার। প্রায় দুই বছর ধরে চলা যুক্তি-পাল্টা যুক্তির পর এই নিষ্পত্তি মিলল। এর আগে ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটি কমিশন (সিপিইউসি) উবারকে যৌন নিপীড়ন এবং হয়রানি সম্পর্কে উবারের হাতে থাকা তথ্য হস্তান্তর করতে বলেছিল - কিন্তু উবার সেটা করেনি। সে সময় উবার বলেছিল, এটি ভুক্তভোগীদের গোপনতার লঙ্ঘন হবে। সিপিইউসি জানিয়েছে, প্রাথমিক জরিমানা প্রায় ছয় কোটি ডলার জরিমানা থেকে কমে আসা এই অর্থ যাত্রী-নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের জন্য খরচ হবে। এই রায়ের মাধ্যমে উবার, সিপিইউসি এবং রেপ অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্কের (আরএআইএনএন) মধ্যে প্রায় দুই বছর ধরে চলা একটি বিরোধের অবসান ঘটলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
×