ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বৃদ্ধা মাকে পথে ফেলে গেছে স্বজনরা

প্রকাশিত: ১২:৫২, ১৯ জুন ২০২১

মাদারীপুরে বৃদ্ধা মাকে পথে ফেলে গেছে স্বজনরা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে খাদিজা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মাকে পথে ফেলে গেছে তার স্বজনরা। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে বৃদ্ধা খাদিজাকে মারধর করে তাকে ফেলে রেখে যাওয়া হয়েছে। শুক্রবার সন্ধায় এক সাংবাদিক তাকে শহরের পাঠককান্দি এলাকা থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পাঠককান্দি এলাকার আছমত আলী খান স্টেডিয়ামের পেছনে একটি দোকানের পাশে অসুস্থ অবস্থায় সকাল থেকে সারাদিন বসে থাকতে দেখে স্থানীয়রা। সন্ধা ৬টার দিকে ওই এলাকার লোকজন এনটিভির সাংবাদিক ও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আর. মুর্তজাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই বৃদ্ধা হাসপাতালে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন। অজ্ঞাত বৃদ্ধা খাদিজার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার নলতা গ্রামে। স্বামীর নাম ফেলু ফকির। দুই ছেলে কালাই আর ধলাই। এইটুকুই বৃদ্ধা বলতে পারেন। তবে বৃদ্ধা খাদিজার দেয়া তথ্য মতে ওই এলাকায় খোঁজ নিয়ে তার স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
×