ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠানে রোহিঙ্গা কর্মচারী পেলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ১৮:২০, ২৭ জানুয়ারি ২০২১

প্রতিষ্ঠানে রোহিঙ্গা কর্মচারী পেলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গাদের কর্মচারী হিসেবে নিয়োগ দেয়া প্রতিষ্টানের মালিক এবং বাসা ভাড়া দেয়া জমিদারদের দ্রুত আইনে আওতায় আনা হবে। স্থানীয় কমিউনিটি সহযোগিতার রোহিঙ্গারা বাংলাদেশী জনগোষ্ঠীর সঙ্গে মিশে যাবার সুযোগ ফেলে এরা এক সময় স্থানীয়দের জন্য বড় ধরনে হুমকি হয়ে দাঁড়াবে। পাশাপাশি উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের জন্য কঠিন হয়ে উঠতে পারে। কোট বাজারে রোহিঙ্গা যুবকের হাতে স্থানীয় যুবক খুন হওয়ার মতো ঘটনা আমরা আর দেখতে চাই না। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় বলেছেন এসব কথা। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মুর্শেদ, রাজা পালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœা পালং চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, হলদিয়া পালং চেয়ারম্যান শাহ আলম, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।
×