ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খোয়া যাওয়া অর্ধলাখ টাকা ফেরত দিলেন হাইওয়ে পুলিশ

প্রকাশিত: ১৭:০৯, ২৯ অক্টোবর ২০২০

খোয়া যাওয়া অর্ধলাখ টাকা ফেরত দিলেন হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর খোয়া যাওয়া অর্ধলাখ টাকা উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীর বাবার কাছে তুলে দিয়েছেন হাইওয়ে থানা পুলিশ। ঘটনার দুই সপ্তাহ পর বিভিন্ন কৌশলে টাকা উদ্ধার করে টাকা ফেরত দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। জানা গেছে, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ব্যাতাল গ্রামের নয়া মাতুব্বর গত ১০ অক্টোবর বরিশাল শহরে পিয়াজ বিক্রি করে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী নামকস্থানে পৌঁছলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি (নয়া মাতুব্বর)সহ চালক ও হেলপার গুরুত্বরর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় ব্যবসায়ীর কাছে থাকা ৫০ হাজার টাকা উদ্ধারকারীদের মধ্যে দুইজনে নিয়ে যায়। পরবর্তীতে নয়া মাতুব্বরকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির পর অপারেশনের মাধ্যমে তার একটি পা কেটে ফেলা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার চারদিন পর আহত ব্যবসায়ীর পিতা টাকা খোয়া যাওয়ার বিষয়টি আমাকে অবহতি করেন। পরবর্তীতে টাকা উদ্ধারে আমরা তৎপর হই। প্রায় দুইসপ্তাহের চেষ্টায় টাকা আত্মসাত করা দুইজনকে শনাক্ত করে টাকা উদ্ধার করা হয়।
×