ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গফরগাঁওয়ে বন্যায় সবজি চাষীদের ক্ষতি অর্ধকোটি টাকা

প্রকাশিত: ১৬:২১, ১৪ আগস্ট ২০২০

গফরগাঁওয়ে বন্যায় সবজি চাষীদের ক্ষতি অর্ধকোটি টাকা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে সবজির আবাদের সুনাম দেশ জুড়ে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এ উপজেলার সবজি ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। চলতি বন্যা এ উপজেলায় সবজির বিশাল ক্ষতি হওয়ায় দাম বেড়ে গেছে সবজির। বন্যার কারণে সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের এখন মাথায় হাত। এতে করে ৩৫শ’ কৃষক দিশেহারা হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বন্যায় ২৫ হেক্টর জমির সবজি, ২৩ হেক্টর জমির আমন বীজতলা ও প্রায় ১০ হেক্টর জমির আউশ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার চরআলগী, গফরগাঁও, পাঁচবাগ, নিগুয়ারী, পাইথল, যশরা ও পৌরসভাসহ প্রায় ১৫টি ইউনিয়নের ৫৮ হেক্টর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার টাকার পরিমাণ ৫০ লক্ষ টাকার উপরে। চরআলগী গ্রামের কৃষক বাচ্চু মিয়া বলেন, বন্যায় আমার ৮০ শতক জমিতে চিচিংগা, চাল কুমড়া, মিষ্টি লাউসহ বিভিন্ন সবজির যে ক্ষতি হয়েছে সে ক্ষতি কিভাবে উঠাব সে চিন্তায় এখন রাতে ঘুম হারাম হয়ে গেছে। মরিচ চাষী ফজলু মিয়া বলেন, বন্যায় আমার ৩০ শতক জমির সব মরিচ গাছ পানিতে তলিয়ে গেছে। বর্তমানে বাজারে দুইশত টাকা কেজি কাঁচামরিচ এখন আমি দিশেহারা। কৃষক রিপন মিয়া বলেন, প্রতি বছর আমি ৬/৭ বিঘা জমিতে পেঁপে, চালকুমড়া, ধুনদুল, ঢেড়শ, বরবটি, করলা সবজি আবাদ করে থাকি। এবারও করেছিলাম তবে বন্যার কারণে সব তলিয়ে যাওয়া বিপদেই পরেছি। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, উপজেলা কৃষি অফিস থেকে ভাসমান বীজতলা ও চলতি বন্যায় যে সকল সবজি চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রণোদনা দেওয়াসহ নতুনভাবে সবজি উৎপাদনের সকল ধরণের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন, বন্যায় এ উপজেলায় প্রায় ৩৫শ’ কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম শীতকালীন শাক-সবজি ও মাসকলাই চাষ করার জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা করা হয়েছে। ইতিমধ্যে তারা মাঠে কাজও শুরু করেছে।
×