ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৫:১৯, ১৪ জুলাই ২০২০

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবের পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন, মোঃ আনোয়ার (৩৪) ও মোঃ আজিজ (৩২)। নিহত দুইজনই শহরের পুরাতন পুলিশ লাইন এলাকার বাসিন্দা। নিহতদের সঙ্গে কাজ করতে আসা শ্রমিক মোঃ হারুন জানান, আজ সকালে তারা তিনজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবের পানির পাইপ সংযোগের কাজ করতে আসেন। পাইপ সংযোগের কাজ শুরু করলে নিহত আনোয়ার ও আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় সাঙ্গে থাকা হারুন চিৎকার করলে হাসপাতাল কর্তৃপক্ষ মেইন সুইচ বক্সের তালা ভেঙ্গে মেইন সুইচ বন্ধ করে দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করে বলেন, পাইপ লাইনের মধ্যে বিদ্যুৎ লাইন আছে, এটি তাদের বলা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে । হাসপাতাল সমাজ কল্যাণ সমিতির ত্রাণ সম্পাদক রনি জানান, যেখানে পাইপ লাইনের সংযোগের কাজ করা হচ্ছে। সেখানে বিদ্যুৎ সংযোগের কাজ করেছিলেন, গণপূর্ত বিভাগের ইলেক্ট্রনিক মিস্ত্রি আলম। কিন্তু যারা পাইপ লাইনের কাজ করতে এসেছেন, তাদের সেখানে বিদ্যুৎ সংযোগ আছে তাদের বলা হয়নি। যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের ময়নাতদন্ত করার শেষে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
×