ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ১৫:২৩, ২৪ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার (পাগলু ) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিযাডাঙ্গী সড়কের কালমেঘ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগা জেলার ঈশ্বরপুরের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৬০), অজ্ঝাত এক নারীর (২৭) পরিচয় পাওয়া যায়নি এবং কালমেঘ শুকানী গ্রামের ওয়াহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম (৪২)। নিহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন মাষ্টার মফিজার রহমান জানান, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক রফিকুজ্জামানের নেতৃত্বে আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করি। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
×