ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরগান নন কার্তিকই অধিনায়ক

প্রকাশিত: ১০:০২, ২১ ডিসেম্বর ২০১৯

 মরগান নন কার্তিকই অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানের এবার আইপিএলের নিলামে প্রত্যাবর্তন হয়েছে কলকাতা নাইটরাইডার্সে। মনে করা হচ্ছিল, তাকেই কেকেআরের অধিনায়ক করা হবে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল ব্যাপক আলোচনা। কিন্তু প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকুকালাম জানিয়েছেন মরগান নন, দীনেশ কার্তিকের বাহুতেই থাকছে নেতৃত্বের আর্মব্যান্ড, ‘ডিকে-ই আমাদের অধিনায়ক। আমরা এবার দল গঠন করতে গিয়ে ওর পাশাপাশি আরও একজন অভিজ্ঞ নেতাকে চেয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা সফল। সে আমাদের চার নম্বরে ব্যাট করবে। এবার নাইট শিবিরে অন্যতম সম্পদ হবে মরগান।’ দেড় কোটি রুপির বেজ প্রাইসের মরগানকে নিতে গিয়ে দিল্লী ক্যাপিটালসের সঙ্গে লড়াই হয় নাইটদের। প্রথমে দেড় কোটি দর দেয় দিল্লী ক্যাপিটালস। নাইট কর্তারা ১০ লক্ষ রুপী বাড়িয়ে দেন। এর পরে শুরু হয় দুই দলের দড়ি টানাটানি। শেষ ধাপে দিল্লী ক্যাপিটালস কর্মকর্তারা মরগানের জন্য দেন ৫ কোটি। নাইট রাইডার্স ২৫ লক্ষ বাড়িয়ে পাল্টা দর হাঁকলে রণে ভঙ্গ দেয় দিল্লীর দলটি। এছাড়া এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিদেশী ক্রিকেটার প্যাট কামিন্সকেও দলে ভিড়িয়েছে কেকেআর। তাকে ১৫.৫ কোটি রুপীতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দলে নিতে শুরুতেই ডাক দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেখানে যোগ দেয় দিল্লী ক্যাপিটালস। তাদের দর কষাকষিতে কামিন্সের মূল্য উঠে যায় ৫.৭৫ কোটি রুপীতে। তার দাম ১০ কোটি রুপীতে পৌঁছাতে বেশি সময় লাগেনি। দুই অঙ্ক ছোঁয়ার পর কলকাতা নাইট রাইডার্স যোগ দেয়। একটা সময় তারা ১৫ কোটিতে তাকে দলে ভেড়াতে যাচ্ছিল। কিন্তু বাদ সাধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত তাদের হটিয়ে ১৫ কোটি ৫০ লাখ রুপীতে ২৬ বছর বসয়ী এই পেসারকে দলে টানে কেকেআর।
×