ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েলসের বাঁচামরার লড়াইয়ে বেল

প্রকাশিত: ১১:৫০, ৬ নভেম্বর ২০১৯

ওয়েলসের বাঁচামরার লড়াইয়ে বেল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলতে হলে বাছাইয়ের শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই ওয়েলসের। কিন্তু দলটি বিপাকে পড়েছে তাদের অধিনায়ক গ্যারেথ বেলকে নিয়ে। বেশ কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কাফ সমস্যায় ভুগছেন। এরপরও আজারবাইজান ও হাঙ্গেরির বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ের জন্য বেলকে দলে রেখেছেন ওয়েলস কোচ রায়ান গিগস। তার বিশ্বাস, শেষ পর্যন্ত ম্যাচ দু’টি খেলবেন বেল এবং দলও পাবে প্রত্যাশিত সাফল্য। দল ঘোষণার পর ওয়েলস কোচ বলেন, আমরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। মূলপর্বে খেলতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে। আমাদের দুই ম্যাচেই জিততে হবে। অন্য ম্যাচের ফলের দিকেও চেয়ে থাকতে হবে। বেল প্রসঙ্গে গিগস বলেন, সে আমাদের সেরা খেলোয়াড়। তাকে পাওয়ার সবরকম চেষ্টা করছি আমরা। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলেছিল ওয়েলস। কিন্তু এবার বাছাইপর্ব থেকে বাদ পড়ার উপক্রম দলটির। নিজেদের গ্রুপে ওয়েলস বর্তমানে চতুর্থ অবস্থানে আছে। গ্রুপের শীর্ষে থাকা ক্রেয়েশিয়ার সঙ্গে ৬ ও দ্বিতীয় অবস্থানে থাকা হাঙ্গেরির চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে দলটি। দু’টি দলেরই আর একটি করে ম্যাচ বাকি আছে। আর ওয়েলস খেলবে দু’টি ম্যাচ। গত ১৩ অক্টোবর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০ বছর বয়সী বেল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওই ম্যাে েেবলের গোলে ১-১ গোলে ড্র করেছিল ওয়েলস। এখন বাছাইপর্বে আগামী ১৬ নবেম্বর আজারবাইজান ও ১৯ নবেম্বর হাঙ্গেরির বিরুদ্ধে খেলবে ওয়েলস। ম্যাচ দু’টি বেলের খেলা নিয়ে সংশয় আছে। তবে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নামার জন্য প্রাণান্ত চেষ্টা করে চলেছেন রিয়াল তারকা। গত সপ্তাহ থেকে রিয়াল মাদ্রিদে অনুশীলন শুরু করেছেন। এর আগে লন্ডন সফরের কারণে ফের রিয়াল ছাড়ার কানাঘুষা শুরু হয়েছিল। এরই মধ্যে পরশু আরেকধাপ বাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিংয়ের বিনিময়ে বেল ও ৭০ মিলিয়ন পাউন্ড ম্যানচেস্টার সিটিকে দেয়ার প্রস্তাব দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ওয়েলস দলে জুভেন্টাস মিডফিল্ডার এ্যারন রামসেকেও অন্তুর্ভুক্ত করেছেন কোচ গিগস। ফলে উরুর ইনজুরি কাটিয়ে প্রথমবার বছাইপর্বে খেলতে যাচ্ছেন তিনি। বেল ও রামসের মতো ওয়েলসের ২০১৬ সালের দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিডফিল্ডার জো এ্যালেন। নিষেধাজ্ঞার কারণে ১৬ নবেম্বর আজারবাইজান সফরে খেলার সুযোগ না থাকলেও তাকে দলভুক্ত করেছেন কোচ। বর্তমানে স্টোক সিটির দ্বিতীয় বিভাগের দলে খেলা ২৯ বছর বয়সী এই ফুটবলার কার্ডিফে হাঙ্গেরির বিরুদ্ধে খেলবেন এটা একপ্রকার নিশ্চিত।
×