ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষদিনের ঈদ আয়োজনে যা থাকছে...

প্রকাশিত: ১২:১৭, ১৮ আগস্ট ২০১৯

শেষদিনের ঈদ আয়োজনে যা থাকছে...

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টিভির ঈদ আয়োজনের আজ শেষদিন। একক, ধারাবাহিক, মেগা কিংবা টেলিফিল্ম ও সঙ্গীতের নানা আয়োজন থাকছে আজ ৭ম দিনেও। ঈদের বিশেষ একক নাটক বউ পাগলা বাদশা- প্রচার হবে আজ রাত ৮-১০ মিনিটে। অভিনয়ে- বিন্দিয়া, সমাপ্তি মাশুক, হান্নান শেলী, শম্পা, সোহানা নদী, ফারিয়া প্রমুখ। রচনা- মীর্জা রাকিব ও পরিচালনা সাদেক সিদ্দিকী। বৈশাখী টিভিতে আজ ঈদের ৭ম দিন শেষ হচ্ছে ৭ পর্বের ৫টি ধারাবাহিক নাটকের সম্প্রচার। এর মধ্যে ধারাবাহিক ‘হিসেবের পাগল’ নাটকের শেষপর্ব প্রচার হবে আজ সন্ধ্যা ৬-২০ মিনিটে। রচনা ও পরিচালনা শাহরিয়ার সুমন। অভিনয়ে- জাহিদ হাসান, ছন্দা, রুনা খান, উর্মিলা শ্রাবন্তী কর, জামিল হোসেন, শামীম হাসান, হিমে হাফিজ, তারিক স্বপন, কাজল সুবর্ণ, প্রিমা প্রমুখ। ধারাবাহিক ‘মফিজের লাইফস্টাইল’ নাটকের শেষপর্ব প্রচার হবে আজ রাত ৭-৩০ মিনিটে। অভিনয়ে- ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময়, বৃষ্টি ইসলাম, তাসনোভা তিশা, তানভীর মাসুদ, মিলন ভট্ট প্রমুখ। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনা এসএম শাহীন। ধারাবাহিক ‘জামাই বাজার’ নাটকের শেষপর্ব প্রচার হবে আজ রাত ৯-১৫ মিনিটে। অভিনয়ে- অহনা, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, শেলী আহসান, শফিক খান দিলু প্রমুখ। গল্প টিপু আলম মিলন, রচনা ও পরিচালনা আল হাজেন। ধারাবাহিক ‘লো প্রেসার’ প্রচার হবে আজ রাত ১০-৩০ মিনিটে। অভিনয়ে- জাহিদ হাসান, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, পাভেল, বাবর প্রমুখ। গল্প- টিপু আলম মিলন, পরিচালনা আদিবাসী মিজান। ধারাবাহিক ‘ভানুমতি ডট কম’ প্রচার হবে আজ রাত ১১-১০ মিনিটে। অভিনয়ে- অপর্ণা ঘোষ, সাজু খাদেম, এ্যানি খান, আরফান, আমিরুল হক চৌধুরী, তারিক স্বপন, শফিক খান দিলু, নিমা রহমান প্রমুখ। রচনা ও পরিচালনা জিয়াউর রহমান জিয়া। ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান বৈশাখীর সকালের গান আজ গান গাইবেন কণ্ঠশিল্পী বর্ণালী বিশ্বাস শান্তা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮-১৫ মিনিটে। গানে গানে ঈদ আনন্দ অনুষ্ঠানের শেষপর্ব প্রচার হবে আজ সকাল ১১টায়। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডদল বাউলা। ফোক সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘ফোক সং’ অনুষ্ঠানের শেষপর্ব প্রচার হবে আজ বিকাল ৫-৪৫ মিনিটে। গান গাইবেন কণ্ঠশিল্পী রেখা সুফিয়ান। প্রযোজনা লিটু সোলায়মান।
×