ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অধিনায়ক হতে চান ডি গিয়া

প্রকাশিত: ১২:০৮, ৩১ জুলাই ২০১৯

অধিনায়ক হতে চান ডি গিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন ডেভিড ডি গিয়া। এর পরের গল্পটা তার শুধুই এগিয়ে চলার। এই সময়ে ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বকালের সেরা ক্লাবটিতে নিজেকে এক নম্বর গোলরক্ষকে পরিণত করেছেন ডি গিয়া। শুধু তাই নয়, বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন ২৮ বছরের এই স্প্যানিশ তারকা। যে কারণেই তাকে দলে ভেড়াতে মরিয়া হয়ে পড়ে ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলো। যার মধ্যে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন এবং রিয়াল মাদ্রিদের নাম। কিন্তু ম্যানইউ তাকে ছাড়লে তো? ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি বরং ডি গিয়ার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু সঠিকভাবে এগোলে ম্যানচেস্টার ইউনাইটেড আরও ৫ বছরের জন্য নতুন চুক্তিতে যাচ্ছে ডি গিয়ার সঙ্গে। তার সঙ্গে থাকবে অতিরিক্ত ১২ মাসের চুক্তিও। অর্থাৎ নতুন চুক্তি হলে ওল্ডট্র্যাফোর্ডেই ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা থাকবে স্পেনের এই তারকা গোলরক্ষকের। সে জন্য ডি গিয়াও আরও সুদূর পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করছেন। হ্যাঁ, নতুন মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হওয়ার ইচ্ছে পোষণ করেছেন তিনি, ‘ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছি আমি। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা ক্লাবের অধিনায়ক হওয়া এবং ব্যাজ পরিধান করা সত্যিই বিস্ময়কর ব্যাপার। অবশ্যই এটা বিস্ময়কর! অধিনায়ক হতে পারাটা হবে সত্যিই অনেক আনন্দের।’ এর পেছনে যুক্তিও তুলে ধরেছেন এ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক। ওল্ডট্র্যাফোর্ডে নবম মৌসুম চলছে তার। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন ডেভিড ডি গিয়া। এ প্রসঙ্গে ম্যানইউর স্প্যানিশ গোলরক্ষক বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নবম মৌসুম চলছে আমার। নিজেকে দলের অভিজ্ঞদের একজন হিসেবেই মনে করি। এই অভিজ্ঞতাটা মাঠেও দেখানো উচিত আমার। ম্যানচেস্টার ইউনাইটেডের গুরুত্বটা তরুণ ফুটবলারদের মধ্যে ফুটিয়ে তোলাটাও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি।’ এদিকে ব্রাজিলের কোপা আমেরিকা দলের সদস্য ফিলিপ লুইস ডেভিড ডি গিয়ারই সাবেক ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তারই স্বদেশী ক্লাব ফ্ল্যামেঙ্গোতে যোগ দিয়েছেন। ক্লাব সূত্রই এই তথ্য নিশ্চিত করেছে। চার বছর এ্যাটলেটিকোতে খেলেছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ লেফটব্যাক। দুই বছরের নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত তিনি ফ্ল্যামেঙ্গোতে থাকবেন। প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইনজুরির কারণে লুইস কোপা আমেরিকার শেষ পর্যন্ত খেলতে পারেননি। ইউরোপে যাবার আগে লুইস ব্রাজিলিয়ান ক্লাব ফিগারেন্সের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০৮ সালে ডিপোর্তিভো লা করুনার হয়ে তার স্পেন অধ্যায় শেষ হয়। এরপর আবারও ২০১০ সালে এ্যাটলেটিকোতে যোগ দেন তিনি। সেখানে সর্বমোট তিনি আট বছর কাটিয়েছেন। মাঝে ধারে কিছুদিনে চেলসিতে খেলেছেন। এ্যাটলেটিকোর হয়ে লুইস ২০১৪ সালে স্প্যানিশ লা লিগা, ২০১২ ও ২০১৮ সালে ইউরোপা লীগ এবং ২০১৩ সালে কোপা ডেল’রের শিরোপা জিতেছেন। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব চেলসির হয়ে ২০১৫ সালে প্রিমিয়ার লীগ ও ঐ বছরই লীগ কাপের শিরোপা জিতেছেন। বর্তমানে লীগে ফ্ল্যামেঙ্গোর অবস্থান তৃতীয়। লুইসের আগে বেয়ার্ন মিউনিখে আট বছর কাটানো রাইটব্যাক রাফিনহাও ফ্ল্যামেঙ্গোতে যোগ দিয়েছিলেন।
×