ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশের মানুষের মুখে হাসি নেই : মির্জা ফখরুল

প্রকাশিত: ০৯:০০, ১৭ জুন ২০১৯

দেশের মানুষের মুখে হাসি নেই :  মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারো নির্বাচন দাবি করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু আমার সেই ভোটের অস্ত্র লুন্ঠন করে আওয়ামীলীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে। ভোটে তারা জনগনকে পরাজিত করেছে, বিএনপি পরাজিত হয়নি। এজন্য আন্দোলন সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে। মির্জা ফখরুল সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে বিএনপি কেন বতর্মান সংসদকে অবৈধ বলছে, অবৈধ সংসদে বিএনপির পক্ষে অংশ নেওয়া এবং নির্বাচিত হয়ে নিজে সংসদে না যাওয়ার বিষয়ে বিস্তারিত বর্ননা দেন মির্জা ফখরুল। উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষকদলের সভাপতিসহ আরো অনেকে। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশের মানুষের মুখে হাসি নেই, হাসি শুধু-লুটেরাদের মুখে। হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যে বাজেট হয়েছে। সেই টাকা লুটেরাদের পকেটে। এই তালিকায় মন্ত্রী ও সচিবরাও রয়েছেন। নির্বাচনের পর মির্জা ফখরুল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তাঁর প্রথম কর্মী সমাবেশ। চার দিনের সফরে আজ দ্বিতীয় দিনে তিনি হরিপুর উপজেলা ছাড়াও বিকেলে রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা কর্মী সমাবেশে অংশ নেন মির্জা ফখরুল।
×