ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াত অপপ্রয়াস চালাচ্ছে কিনা এটি দেখার বিষয় : শিক্ষমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

জামায়াত অপপ্রয়াস চালাচ্ছে কিনা এটি দেখার বিষয় : শিক্ষমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেলের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, জামায়াতের মধ্যে যে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতাকারী ও জঙ্গিবাদী ধারণাগুলো রয়েছে, তা অত্যন্ত সাম্প্রদায়িক। তারা যদি সেগুলোকে আদর্শ বলে ধারণ করে আরেকটি ভিন্ন নামে সংগঠন করার অপপ্রয়াস কিনা সেটিও দেখার বিষয়। তবে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোকে স্বাগত জানাই। কিন্তু কথাগুলো কি উদ্দেশ্যে তিনি বলেছেন তা পরবর্তী কার্যক্রম দেখলে বুঝা যাবে। শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সমম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দীপু মনি আরো বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত এসএসসি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণাভাবে চলছে। ছোটখাটো যে ব্যত্যয়গুলো ঘটেছে তা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্যে যা যা ব্যবস্থা নেয়া প্রয়োজন শিক্ষামন্ত্রণায় তা নেবে। সংগঠনের জেলা শাখার সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ১ দিনের সফরে বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানসহ আরো কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
×