ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নেতা হতে আর্মব্যান্ডের প্রয়োজন নেই’

প্রকাশিত: ০৭:১২, ১১ অক্টোবর ২০১৮

‘নেতা হতে আর্মব্যান্ডের প্রয়োজন নেই’

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের সেরা প্রতিভাবান ফুটবলার পল পগবা। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপেও তার ঝলক দেখেছে গোটা বিশ্ব। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যাপকভাবে বিতর্কিত এই ফরাসী ফরোয়ার্ড। বিশেষ করে ক্লাবটির অভিজ্ঞ কোচ জোশে মরিনহোর সঙ্গে তার দ্বন্দ্ব চরমে। সম্প্রতি স্পেশাল ওয়ান খ্যাত কোচ মরিনহো তো সাফ জানিয়ে দেন যে, ভবিষ্যতে পগবার হাতে আর নেতৃত্বের ভার দেবেন না তিনি। মরিনহোর জবাবে এবার মুখ খুলেছেন পগবাও। ফরাসী স্ট্রাইকার জানালেন, নেতা হওয়ার জন্য আর্মব্যান্ডের প্রয়োজন নেই। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ ও জার্মানির বিপক্ষে নেশন্স লীগের ম্যাচ খেলার জন্য পগবা ম্যানচেস্টার ছেড়ে ফ্রান্স শিবিরে যোগ দিয়েছেন। জাতীয় দলে যোগ দিয়েই ২৫ বছর বয়সী পগবা জানিয়েছেন, অধিনায়কের আর্মব্যান্ড পরার কোন ইচ্ছাই তার নেই। এ ব্যাপারে পগবা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি কখনই অধিনায়ক হওয়ার জন্য ফ্রান্সের পক্ষে খেলিনি। এখানে থাকতে পারাটাই আমার কাছে অনেক কিছু। কথা বলার জন্য বা নেতৃত্ব দেয়ার জন্য অধিনায়ক হওয়ার কোন প্রয়োজন নেই। শুধু আর্মব্যান্ড হাতে দিলেই নেতা হওয়া যায় না। অধিনায়করা শুধু মাঠেই কথা বলতে পারে। কিন্তু একজন সত্যিকারের নেতা প্রয়োজনের সময় কথা বলে।’ ২০১৮-১৯ মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। আর রেড ডেভিলসের এই কঠিন সময়ে দলের সহ-অধিনায়কের পদ থেকে পগবাকে সরিয়ে নিয়েছেন কোচ জোশে মরিনহো। কোচের সঙ্গে শীতল সম্পর্কের কারণেই সহ-অধিনায়কের পদ হারিয়েছেন তিনি। এমনকি ভবিষ্যতে কোনদিন সহ-অধিনায়ক কিংবা অধিনায়কের পদে পগবাকে দেখা যাবে না বলেও মরিনহো সতর্ক করে দিয়েছেন। ইউনাইটেডের আগ্রাসী ফুটবল নিয়ে প্রকাশ্যে কথা বলায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন পগবা। এমনকি ফরাসী কোচ দিদিয়ের দেশমও দাবি করেন মরিনহোর কৌশল নিয়ে পগবা খুব একটা সন্তুষ্ট ছিলেন না। গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কথা বলতে হবে এই বিষয়টি বেশ ভালভাবে পগবাকে বুঝিয়ে দিয়েছেন দেশম। এতে করে তার ইমেজ বাড়বে বলেও দেশম জানিয়েছেন। বিশ্বকাপের মহারণে সতীর্থদের উদ্দীপ্ত করতে ফরাসী মিডফিল্ডার পল পগবা সতীর্থদের উদ্দেশে বিভিন্ন সময় জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন ম্যাচের আগে খেলোয়াড়দের তাতিয়ে দেয়ার দায়িত্বটা পগবাকেই দিয়েছিলেন ফরাসী কোচ দিদিয়ের দেশম। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশে দেয়া ফ্রান্সের মিডফিল্ডার পল পগবার একটি বক্তব্য সম্প্রতি ফাঁস হয়েছে। ওই ম্যাচের জন্য পগবা কিভাবে তার টিমমেটদের উদ্বুদ্ধ করেছিলেন তার কিছু নজির পাওয়া গেছে সেই বক্তৃতা থেকে। পগবা সরাসরি বলেছিলেন, ‘আমরা বাড়ি ফিরে যেতে আসিনি। সামনে মেসি আসুক কিংবা অন্য কেউ, আজ তাদের স্রেফ খুন করবে।’ ফ্রান্সের বিশ্বকাপ জয়ের দুইদিন পর এই ঘটনা প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আর্জেন্টিনার বিপক্ষে ৪-৩ গোলে জেতা ম্যাচের সময় পগবা কিভাবে তার দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন তা জানা গেছে কিছু ভিডিও এবং অডিও ক্লিপ থেকে। ফ্রান্সের টিএফ-১ টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে এ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র। আর তাতেই জানা গেছে পল পগবার সেই জ্বালাময়ী বক্তৃতার কথা। পগবা তার সতীর্থদের বলেছিলেন, ‘বন্ধুরা, মাঠে আমি সবাইকে যোদ্ধা হিসেবে দেখতে চাই। আমি এখনই বাড়ি ফিরে যেতে চাই না।’ বিশ্বকাপে আলোড়ন তোলা এই মিডফিল্ডার সেদিন আরও বলেছিলেন, ‘আমি হাসি মুখে ম্যাচ শেষ করতে চাই। রাতে পার্টি করতে চাই। প্রয়োজনে মাঠেই মারা যাব, সবাই এক সঙ্গে। আমি চাই সবাইকে যোদ্ধা, সৈনিক হিসেবে।’ পগবার বক্তৃতার কি ফল হয়েছে সেটি সবাই দেখেছে। আর্জেন্টিনা, উরুগুয়ে, বেলজিয়াম ও সর্বশেষ ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ফ্রান্সই জিতেছে রাশিয়া বিশ্বকাপের শিরোপা।
×