ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবরে ব্যাংকার্স কাপ ক্রিকেট

প্রকাশিত: ০৬:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৮

অক্টোবরে ব্যাংকার্স কাপ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ অক্টোবরে মাঠে গড়াচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। পেশাদার ক্রিকেট থেকে অবসরে গিয়ে পেশাগত ক্যারিয়ারে যেসব ক্রিকেটাররা থাকেন তাদের জন্যই এ আসর আয়োজনের উদ্যোগ নিয়েছে ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড। এক সময় পেশাদার ক্রিকেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছাড়া সরকারী অনেক প্রতিষ্ঠানের দলকে পেশাদার ক্রিকেটে দেখা গেছে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ আনোয়ার হোসেন। সাবেক এই ক্রিকেটার ক্রিকেট কোটায় নিয়োগ পেয়েছিলেন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটিতে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল, মাহমুদুল হাসান রানা (বিকাশ রঞ্জন দাস), তারেক আজিজসহ প্রথম শ্রেণী ও প্রিমিয়ার লীগের অনেক সাবেক ক্রিকেটারই কাজ করছেন দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোতে। ১২ দল নিয়ে টি২০ ফরমেটের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দলগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেডসহ দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্যাংক। টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও ব্যাংকার সাদউল্লাহ।
×