ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সামার এ্যাথলেটিক্স শুরু শুক্রবার

প্রকাশিত: ০৬:৫৯, ২৬ জুলাই ২০১৮

জাতীয় সামার এ্যাথলেটিক্স শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ঢাকা সিটি এফসি লিঃ’র পৃষ্ঠপোষকতায় জাতীয় সামার এ্যাথলেটিকক্স প্রতিযোগিতা আগামী শুক্র ও শনিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন হারুনুর রশিদ (যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ) এবং এসএম সাদাত হোসেন সোহেল (এমডি, ঢাকা সিটি এফসি লিমিটেড)। প্রতিযোগিতা উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএমএম আলী কবীর, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু), যুগ্ম-সম্পাদক কিতাব আলী, কোষাধ্যক্ষ জামাল হোসেন, সদস্য জয়ন্ত কুমার দেব, মহিউদ্দিন আহমেদ মোস্তাক, রাজিয়া সুলতানা অনু, শামসুজ্জোহা খান তুহিন (সাধারণ সম্পাদক, ঢাকা সিটি এফসি লিমিটেড)। ১৪তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, সব শিক্ষাবোর্ড, সব শারীরিক শিক্ষা কলেজ, বিজেএমসি, বিকেএসপি, সব বাহিনী ও সব এ্যাফিলিয়েটেড সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০০ (পুরুষ ও মহিলা) এ্যাথলেট অংশ নেবেন। প্রতিযোগীরা দুটি গ্রুপে ৩৬ ইভেন্টে খেলবেন। এর মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
×