ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরিয়া গেল জাতীয় হকি দল

প্রকাশিত: ০৭:০৩, ২৫ জুলাই ২০১৮

কোরিয়া গেল জাতীয় হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়া সফরে গেল বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়ান গেমসের আগে অনুশীলন ঘাটতি কাটানোর চেষ্টা বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)। জিমি-চয়নরা বলছেন, ভারত-কোরিয়া সফরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এশিয়ান গেমসে ভাল করা সম্ভব। গেমসে বাংলাদেশের লক্ষ্য পঞ্চম স্থান। নিজেদের দুর্বলতা আর ভুল শুধরাতে প্রস্তুতি ম্যাচে জোর দিচ্ছে ম্যানেজমেন্ট। ভারত সফরের পর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জিমি-চয়নরা। দশ দিনের সফরে পাঁচ প্রস্তুতি ম্যাচ শেষে এশিয়ান গেমসের লড়াইয়ে নামবে লাল-সবুজরা। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া র?্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে। যেখানে র?্যাঙ্কিংয়ে জায়গা হয় না বাংলাদেশের। তাই প্রস্তুতির জন্য সঠিক দলই পাচ্ছে খেলোয়াড়রা। হেড কোচের পাশাপাশি ভিডিও এ্যানালিস্টের বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে গোবিনাথান কৃষ্ণমূর্তিকে। দুই দায়িত্ব একসঙ্গে করতে গিয়ে বেসামাল হলেও লক্ষ্য সরছে না হেড কোচের। কোচ কৃষ্ণমূর্তি বলেন, ‘আমাদের কোচিং স্টাফের অভাব রয়েছে। একজন ভিডিও এনালিস্ট থাকা খুবই দরকার ছিল। ফিজিও নেই। তারপরও ছেলেরা ভাল করছে। আশাকরি কোরিয়া সফর বেশ কাজে আসবে। ভারত সফরে ভাল অভিজ্ঞতা হয়েছে। পেনাল্টি কর্নারের দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছে।’ দক্ষিণ কোরিয়া থেকে ফিরে বিশ্রামের সুযোগ নেই। এশিয়ান গেমসের প্রস্তুতিতে নেমে পড়তে হবে জিমি-চয়নদের। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওমান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। বাংলাদেশ হকি দল ॥ অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈমউদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, কামরুজ্জামান। স্ট্যান্ডবাই হিসেবে আছেন : দ্বীন ইসলাম ইমন, বিপ্লব কুজুর, হাসান যুবায়ের নিলয়, শফিউল ইসলাম শিশির, মাহবুব হোসেন, রাজীব দাস। টিম লিডার : রফিকুল হক। টেকনিক্যাল ম্যানেজার : মোস্তবা জামান। ম্যানেজার : মোহাম্মদ ইউসুফ। কোচ : গোবিনাথন কৃষ্ণমূর্তি।
×