ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দেশী ফুটবলারদের মান বাড়াতে উদ্যোগ...

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ জুলাই ২০১৮

দেশী ফুটবলারদের মান বাড়াতে উদ্যোগ...

স্পোর্টস রিপোর্টার ॥ যেভাবে এগোনোর কথা ছিল বাংলাদেশে ফুটবলের সেভাবে এগোয়নি। বিশেষ করে পুরুষ ফুটবল। বছর তিনেক আগে ভুটানের কাছে লজ্জাজনকভাবে হারের পরই অধঃপতনের তলানিতে চলে যায় পুরুষ ফুটবল। তবে এর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা যায় মহিলা ফুটবলে। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ঈর্ষণীয় একাধিক সাফল্য কুড়িয়ে নজর কাড়ে মহিলা ফুটবলাররা। তবে বাস্তবতা হলোÑ একটি দেশের ফুটবলের উন্নতি বা অবনতির প্রকৃত চিত্রটা নিরূপণ করা হয় পুরুষ ফুটবল দিয়েই। আর এখানেই পিছিয়ে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা এখন ২০০’র কাছাকাছি। সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। অথচ তাদের র‌্যাঙ্কিং একসময় আমাদের চেয়েও খারাপ ছিল (১৯৮৬) সালে। অথচ আজ তারা কোথায়, আর আমরা কোথায়! বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হবার পর থেকে কাজী মোঃ সালাউদ্দিন চেষ্টা করেছেন সারা বছর মাঠে ফুটবল রাখার। সেটা তিনি পেরেছেন। সেই সঙ্গে দেশব্যাপী জেলা ফুটবলও চালু করেছেন তিনি। চলছে পাইওনিয়ার ফুটবল, স্কুল ফুটবল, বয়সভিত্তিক ফুটবলও। সিলেটে চালু হয়েও পরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় দেশের প্রথম ফুটবল একাডেমিটি। যে কোন ক্ষেত্রেই উন্নতি করতে হলে প্রয়োজন আধুনিকতার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এই পথে হাঁটতে চায়। কিন্তু অনেক চেষ্টার পরও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তারা। তাদের কাজকে সহজ করে দিতে এগিয়ে এসেছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফিফা লাইসেন্সপ্রাপ্ত একটি এজেন্সি। নাম ডিজাইর সকার এজেন্সি। ঠিকানা : ১০৯/৫ (তৃতীয় তলা), আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন মাহবুব আহমদ চৌধুরী।এই এজেন্সির কাজটা আসলে কী? এ প্রসঙ্গে ডিজাইর সকার এজেন্সির প্রধান নির্বাহী অফিসার শাহাদাত হোসেন (যুবায়ের) বলেন, ‘বাংলাদেশী উঠতি ফুটবলাররা যেন তাদের স্কিল বা ফুটবল দক্ষতা বাড়াতে পারে, তাদের সেই সহযোগিতা প্রদানই আমাদের এজেন্সির মূল লক্ষ্য। উদীয়মান ফুটবলারদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমরা কাজ করতে চাই। যদি কোন ফুটবলার বা ফুটবল ক্লাব আগ্রহী হয় তাহলে তাদের খেলার জীবনের বৃত্তান্ত, ছবি, ভিডিও ক্লিপ... ইত্যাদি নিয়ে আমাদের এজেন্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এর পরের ধাপে তারা দেশী-বিদেশী নামী দামী ক্লাবের হয়ে খেলে পৃথিবীর বুকে নিজেকে বিখ্যাত করে তোলার পথে অনেকটাই এগিয়ে যেতে পারবে। এ জন্য তাদের যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে।’শাহাদাত আরও জানান, তাদের এজেন্সির কার্যক্রমগুলো হচ্ছে এরকম : আন্তর্জাতিক এবং জাতীয় নামী দামী ক্লাবসমূহে খেলোয়াড় এবং কোচের প্রতিনিধিত্ব করা। একাডেমিক এবং যুব আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণের যাবতীয় কার্যকলাপ পরিচালনা। জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ (ফিফা ডেট অনুযায়ী) আয়োজন করা। আন্তর্জাতিক ফুটবল ক্লাব, সংগঠন এবং একাডেমির জন্য প্রশিক্ষণ ক্যাম্প করা। সবশেষে যুবায়ের বলেন, ‘আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা ফুটবলার ও ফুটবল ক্লাবগুলোকে আন্তর্জাতিক মানের সেবা দিতে বদ্ধপরিকর।’ কোন ফুটবলার বা ফুটবল ক্লাব যদি আগ্রহী হয় তাহলে ডিজাইর সকার এজেন্সির অফিসে গিয়ে বা ০১৭১২৩২০৪৬৬, ০১৭১৫৫৫৮২৮৮ এবং ০১৬৮০১২৪১৬৬ ... এই তিনটি মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।
×