ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৪, ১৮ জুলাই ২০১৮

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স ৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯% ৫২। রক্তরস কাকে বলে? উত্তর : রক্তের বর্ণহীণ তরল অংশকে রক্তরস বলে। ৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। ৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়? উত্তর : ৩ প্রকার ৫৫। রক্তকণিকার জন্ম কোথায়? উত্তর : লাল অস্থিমজ্জায় ৫৬। একই দিনে জন্ম নেওয়া একটা শে^ত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে? উত্তর : ১০০ দিন ৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শে^তকণিকার সংখ্যা কত? উত্তর : ৫-১০ হাজার ৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? উত্তর : প্রায় ৫০ লক্ষ ৫৯। শে^ত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ বেশি? উত্তর : প্রায় ৫০০ গুণ ৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত? উত্তর : প্রায় ২ লক্ষ ৫০ হাজার ৬১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর : লোহিত ও শে^ত কণিকা ৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে? উত্তর : ৯০% ৬৩। মৃত শে^ত রক্তকণিকা কিসে পরিণত হয়? উত্তর : পুঁজ ৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে? রক্তে শে^ত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়? উত্তর : লিউকোমিয়া ৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে? উত্তর : শে^ত রক্তকণকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে। ৬৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন? উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার ৬৭। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? উত্তর : চার মাস ৬৮। বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন? উত্তর : ১৯০১ সালে ৬৯। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? উত্তর : ঙ এবং জয- ৭০। মানব দেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে? উত্তর : ২ ধরনের
×