ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে উচ্ছেদ আতঙ্কে হাজারো পরিবার

প্রকাশিত: ০৪:০৪, ১০ এপ্রিল ২০১৮

কক্সবাজারে উচ্ছেদ আতঙ্কে হাজারো পরিবার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরেরসাহিত্যিকা পল্লীর হাজারো পরিবার উচ্ছেদ আতঙ্কে দিনযাপন করছে। কখন তাদের বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হয়, এ আশঙ্কায় কোমলমতি শিক্ষার্থীরাও স্কুল-মাদ্রাসায় যাওয়া আসা বন্ধ রেখেছে। বাস্তুহারা, ভূমিহীন ও অসহায় এসব পরিবারের লোকজন তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই হিসেবে নিজ নিজ বসতভিটায় আশ্রয় ঠিক রাখার দাবি জানিয়ে সোমবার সকালে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েছে। ইতোপূর্বে পার্শ্ববতী বিজিবি ক্যাম্পের দখলে নিতে একাধিকবার ওসব পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা করা হলে তৎকালীন জেলা প্রশাসক ভূমিহীন ওই পরিবারগুলোর পক্ষে অবস্থান নেয়ায় উচ্ছেদ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। জানা যায়, রবিবার সার্ভেয়ার দ্বারা সহস্রাধিক পরিবারের ওই জমি পরিমাপ করা হয়েছে দেখে স্থানীয় অধিবাসীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাহিত্যিকাপল্লীর সভাপতি এসএম মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আমিনুল এহসান মানিকের নেতৃত্বে শতাধিক বাসিন্দা সোমবার সকালে জেলা প্রশাসকের নিকট আশ্রয়ের খোঁজে অভিযোগ দাখিল করেছে। এসময় মুক্তিযোদ্ধা নুরুল হকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির এতিমখানাসহ ধর্মীয় ও সামাজিক বহু প্রতিষ্ঠান রয়েছে। জেলা প্রশাসক তাদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন।
×