ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাই বেশি চাপে থাকবে ॥ আরভিন

প্রকাশিত: ০৫:৫৪, ২১ জানুয়ারি ২০১৮

শ্রীলঙ্কাই বেশি চাপে থাকবে ॥ আরভিন

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচের একটি হেরেছে জিম্বাবুইয়ে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ জয় তাদের এগিয়ে রেখেছে বেশ ভালভাবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার জন্য আরেকটি ম্যাচ জিতলেই চলবে। লঙ্কানরা দুই ম্যাচেই হার দেখেছে। সে কারণে তারা আছে বিপদে। পরের দুই ম্যাচ জিততেই হবে তাদের। এ জন্য জিম্বাবুইয়ের মিডলঅর্ডার ক্রেইগ আরভিন মনে করছেন লঙ্কানরাই আজ তাদের বিপক্ষে ফিরতি লড়াইয়ে চাপের মুখে থাকবে। নিজেদের সেরা খেলা দিয়ে এ ম্যাচ জিতেই ফাইনালে ওঠার লক্ষ্য জিম্বাবুইয়ের। শনিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক বাংলাদেশ ফর্মের তুঙ্গে আছে। পরপর দুই ম্যাচে বোনাস পয়েন্টসহ জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজারা। কিন্তু ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই জিম্বাবুইয়ের ক্রেইগ আরভিন ব্যক্ত করলেন বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার প্রত্যাশা। শনিবার অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। আগেরদিন ম্যাচ খেলা শ্রীলঙ্কাও ছিল বিশ্রামে। কিন্তু জিম্বাবুইয়ে ঠিকই এসেছিল মিরপুর একাডেমি মাঠে। বেলা দেড়টা থেকে দীর্ঘক্ষণ অনুশীলন করে তারা। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আরভিন। এ সময় লঙ্কানদের বিপক্ষে রবিবারের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই ফাইনালে যেতে চাই। আমরা জানি, ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে পরের দুই ম্যাচই জিততে হবে। কিন্তু আমাদের একটা জিতলেই হবে। সুতরাং তারা আমাদের চেয়ে বেশি চাপে থাকবে।’ বাস্তবতা বলছে, সিরিজে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে জিম্বাবুইয়ে যতই লঙ্কানদের হারাক না কেন, তারা এখনও পরপর দুই ম্যাচে তাদের হারানোর মতো শক্তিশালী নয়। অবশ্য গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ জিতে সিরিজই শ্রীলঙ্কার কাছ থেকে কেড়ে এনেছিল জিম্বাবুইয়ে। চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই আবার তাদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে জিম্বাবুইয়ে। এ কারণে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দলটি। এ বিষয়ে আরভিন বলেন, ‘এই সিরিজে প্রথমবার মুখোমুখি হয়ে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। এর আগে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছি আমরা। ফাইনালে যাওয়ার জন্য শ্রীলঙ্কা তাদের সর্বাত্মক চেষ্টা করবে। তবে আমরাও কম যাব না। তারা চাপে আছে, কিন্তু ভাল দল। আবার তাদের হারাতে হলে আমাদের সেরা খেলা নিয়েই আগামীকাল নামতে হবে।’ জিম্বাবুইয়ের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেন শ্রীলঙ্কার স্পিনাররা। যদিও প্রথম দুই ম্যাচে তারা সেভাবে নজর কাড়তে পারেননি। জিম্বাবুইয়ের বিপক্ষে পরের ম্যাচে তারা কতটা কি করতে পারবেন তা নিয়ে তাই শঙ্কা থাকছেই। কিন্তু আরভিন বলেন, ‘স্পিনররা কেমন করবে সেটা নির্ভর করছে উইকেটের ওপর। উইকেট যদি স্পোর্টিং হয় তাহলে আমার মনে হয় স্পিনার বা পেসার; সবাই সমান সুবিধা পাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা আগের চেয়ে স্পিন অনেকটাই ভাল খেলছি। শ্রীলঙ্কা হয়তো একজন সিমারের পরিবর্তে বাড়তি স্পিনার নিয়ে খেলবে।
×