ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা

প্রকাশিত: ০৩:৩০, ১৯ জানুয়ারি ২০১৮

ফিরে দেখা

প্রতিদিনই শিখি রশিদ মামুন ॥ হাতিরঝিল বাসস্ট্যান্ডে টিকেট কাটার লাইনে তৃতীয় আমি। লাইনে সবার আগে দাঁড়ানো মানুষের হাতে ৫০০ টাকা। বিক্রেতা ৫০০ টাকা ভাঙ্গিয়ে কোনভাবেই টিকেট দেবেন না। লাইনের দ্বিতীয় মানুষটি বললেন, আচ্ছা দিন। দুটো টিকেট দিন। ভদ্রলোক একটি টিকেট ওই মানুষটির হাতে দিয়ে মিষ্টি একখানা হাসি দিয়ে চলে গেলেন। আমি শিখলাম। কয়েকদিন আগে বাসে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোকের সঙ্গে বসে থাকা এক ভদ্রলোকের নখের খোঁচা লাগল। বসে থাকা মানুষটি একটু কণ্ঠ চড়িয়ে বললেন, দিলেন তো খোঁচা। খুব নিচু গলায় দাঁড়ানো মানুষটি দুঃখপ্রকাশ করলেন। যেন মস্ত বড় অপরাধ করে ফেলেছেন। জানতে চাইলেন ডায়াবেটিকস নেই তো। বসে থাকা মানুষটি বললেন, না তা নেই। একজন অপরিচিতের স্বাস্থ্যের খবর নিচ্ছেন। পাশে বসেই দেখছিলাম ঘটনা ততটা গুরুতর কিছু নয়। তারপরও মানুষটি ছোট একটু অসাবধানতার জন্য কেমন করে দুঃখপ্রকাশ করছে। এর আগে আরও একদিনের ঘটনাÑ একজন দু’হাত হারানো মানুষ বাসের মধ্যে চকোলেট বিক্রি করছে। আমি বললাম, টাকাটা নাও চকোলেট লাগবে না। সে বলল, না এমনি টাকা নেব না। আমি সেদিনও শিখেছিলাম। কোন কোন মানুষের ভেতরের মানুষটা আসলেই অনেক বড়। পান থেকে চুন খসলে শুধু আমরা কেন? রহিম শেখ ॥ গত বছরটি ছিল ব্যাংকিংখাতের জন্য কেলেঙ্কারির। এমন মত দিয়েছে একটি বেসরকারী গবেষণা সংস্থা। কিন্তু তারপরও মুনাফা থেকে শুরু করে সব আর্থিক সূচকে উন্নতি করেছে বেসরকারী খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। এমন তথ্য জানাতে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যাংকটি। ব্যাংকের চেয়ারম্যান জানান, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ঋণ বিতরণের সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকগুলো সংগৃহীত আমানতের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। তাই আমরা এই সীমার মধ্যেই ঋণ বিতরণ করছি। এমন তথ্য দেয়ার পর ব্যাংকের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়, গত বছর বেশ কয়েকবার এই সীমা লঙ্ঘন করেছে ইসলামী ব্যাংক। উত্তরে তিনি বলেন, আমরা নিয়ম মেনেই ব্যাংকিং করছি। অন্য ব্যাংকগুলো কত নিয়ম ভঙ্গ করছে। তবে তাদের কোন দোষ দেয়া হচ্ছে না। পান থেকে চুন খসলে সব দোষ আমাদের?
×