ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলে বল হাতে রেকর্ড গড়ার সুযোগ সাকিবের

প্রকাশিত: ০৬:২৪, ৮ ডিসেম্বর ২০১৭

বিপিএলে বল হাতে রেকর্ড গড়ার সুযোগ সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার বিপিএলে শুরুতে ছিলেন নীরব। সময় যত গড়িয়েছে, ততই যেন নিজেকে উপস্থাপন করতে শুরু করে দেন। ধীরে ধীরে নৈপুণ্যের ধার বাড়তেই থাকে। রংপুর রাইডার্সের বিপক্ষে লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে তো অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ঢাকা ডায়নামাইটসকে জেতান। তাতে ঢাকা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যায়। ব্যাট হাতে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে কিন্তু সাকিবই সেরা। ১৯ উইকেট নিয়ে এখন লীগপর্ব শেষে বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার সাকিবই। সাকিবের সামনে এখন রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছে। আর ৪ উইকেট নিয়ে বিপিএলেরই সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার হয়ে যাবেন সাকিব। বিপিএলের পঞ্চম আসর চলছে। সাকিবের সামনে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। যদি আজ প্রথম কোয়ালিফায়ারে জিতে সাকিবের দল তাহলে ফাইনালে খেলবে। আর যদি হারে তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে ফাইনাল খেলবে। তখন সাকিবের হাতে তিন ম্যাচ থাকবে। আর যদি প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে হার হয় তাহলে দুই ম্যাচ থাকবে। সাকিব যেভাবে বোলিং নৈপুণ্য দেখাচ্ছেন, তাতে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড ভেঙ্গে ফেলতে পারেন। বিপিএল শুরু হয় ২০১২ সালে। প্রথম আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হন স্পিনার ইলিয়াস সানি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১৭ উইকেট নেন সানি। এরপর ২০১৩ সালে হয় বিপিএলের দ্বিতীয় আসর। এই আসরে দক্ষিণ আফ্রিকার পেসার আলফোনসো থোমাস হন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তিনিও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন। ২০ উইকেট শিকার করেন। ইলিয়াস সানির রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন। একবছর বিরতি দিয়ে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়ায়। এ আসরে ওয়েস্ট ইন্ডিজের পেসার কেভন কুপার তো আগের দুইজনকেও হার মানান। বরিশাল বুলসের হয়ে খেলে ২২ উইকেট নেন। যা এখন পর্যন্ত এক আসরে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। গত আসরে ওয়েস্ট ইন্ডিজেরই ডোয়াইন ব্রাভো সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হন। ঢাকা ডায়নামাইটসের হয়ে ২১ উইকেট নেন। ২ উইকেটের জন্য কুপারকে পেছনে ফেলতে পারেননি। কুপার এখনও সেরা অবস্থানেই আছেন। এবার সাকিবের সামনে কুপারকে পেছনে ফেলার সুযোগ ধরা দিয়েছে। এজন্য হাতে থাকা ম্যাচগুলোতে আর ৪ উইকেট নিতে হবে। তাহলেই ২৩ উইকেট শিকার করবেন সাকিব। তাতে করে কুপারকে পেছনে ফেলে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়ে যাবেন সাকিব। বল হাতে রেকর্ড গড়তে পারবেন সাকিব?
×