৪৯. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়?
ক) দ
খ) চ
গ) ঝ
ঘ) ছ
সঠিক উত্তর: (ঘ)
৫০. আ + ঈ = এ - এ নিয়মের বাইরে কোনটি?
ক) মহেশ
খ) রমেশ
গ) ঢাকেশ্বরী
ঘ) গণেশ
সঠিক উত্তর: (ঘ)
৫১. ‘পর্যন্ত’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য + ন্ত
খ) পরি + অন্ত
গ) পর্য + অন্ত
ঘ) প + অন্ত
সঠিক উত্তর: (খ)
৫২. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?
ক) স
খ) ষ
গ) শ
ঘ) য
সঠিক উত্তর: (খ)
৫৩. আ + ও = ঔ - এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
ক) মহৌষধি
খ) মহৌষধ
গ) বনৌষধি
ঘ) পরমৌষধ
সঠিক উত্তর: (গ)
৫৪. গোষ্পদ - এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
ক) গোর + পদ
খ) গো + পদ
গ) গৌ + পদ
ঘ) গৌর + পদ
সঠিক উত্তর: (খ)
৫৫. কোনটি বিসর্গ সন্ধি?
ক) ততোধিক
খ) বিদ্যালয়
গ) দিগন্ত
ঘ) পরিচ্ছেদ
সঠিক উত্তর: (ক)
৫৬. তৎসম সন্ধি কয় প্রকার?
ক) তিন খ) দুই গ) চার ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৫৭. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ধনুঃ + টঙ্কার
খ) ধনু + টঙ্কার
গ) ধনুস + টঙ্কার
ঘ) ধনুষ টঙ্কার
সঠিক উত্তর: (ক)
৫৮. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জনসন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর: (ক)
৫৯. ‘দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ + অন্ত
খ) দিক্ + অন্ত
গ) দিক + অন্ত
ঘ) দিগ্ + অন্ত
সঠিক উত্তর: (খ)
৬০. ‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম
সঠিক উত্তর: (খ)
৬১. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ক) আয়াসের লাঘব হলে
খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
গ) শ্রুতিমধুর হলে
ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
সঠিক উত্তর: (খ)
৬২. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) কাঁচা + কলা = কাঁচকলা
খ) নাতি + বৌ = নাতবৌ
গ) বদ্ + জাত = বজ্জাত
ঘ) রুপা + আলি = রুপালি
সঠিক উত্তর: (ঘ)
৬৩. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক) ষড়ানন
খ) কথাচ্ছলে
গ) পরিষ্কার
ঘ) হস্তান্তর
সঠিক উত্তর: (ঘ)
৬৪. কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
ক) তিনেক
খ) কতেক
গ) শতেক
ঘ) নিন্দুক
সঠিক উত্তর: (ক)