ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমবার বিপিএলে মালিঙ্গা

প্রকাশিত: ০৫:২২, ১৭ অক্টোবর ২০১৭

প্রথমবার বিপিএলে মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলতে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা। রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কান এই তারকা পেসার। দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-২০ লীগে খেলার কথা ছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় ওই লীগ স্থগিত হয়েছে এক বছর। একই সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএলের পঞ্চম আসর। সুযোগ থাকায় বিপিএলের অফার লুফে নিয়েছেন মালিঙ্গা। ক্লাব টি২০র রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৩২৩ উইকেটের মালিক মালিঙ্গা চুক্তি করেছেন রংপুরের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্রিস গেইলকে লীগের শুরু থেকেই পাচ্ছে রাইডার্সরা। ফলে বিপিএলের জৌলুস আরও বেড়ে যাবে বলে বিশ্বাস তার। শ্রীলঙ্কাকে টি-২০ বিশ্বকাপের স্বাদ দেয়া মালিঙ্গা প্রথমবারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন। বিদেশী লীগগুলোতে নিয়মিত মুখ মালিঙ্গা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন দীর্ঘদিন। পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে ও জ্যামাইকান তলাওয়াসে, কাউন্টিতে কেন্ট, বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে খেলেছেন মালিঙ্গা। এবারের বিপিএলে তার অন্তর্ভুক্তি জৌলুস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, বাজে ফর্মের কারণে আমিরাতে চলমান পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে নেই মালিঙ্গা। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দাবি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই মালিঙ্গা। তাই তাকে দলে রাখা হচ্ছে না। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর মালিঙ্গা ১৩ ওয়ানডে খেলেছেন। ভারতের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছেন টি-২০ সিরিজ।
×