ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ভারী বর্ষনে বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা

প্রকাশিত: ২৩:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ময়মনসিংহে ভারী বর্ষনে বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ শনিবার দিনভর ভারী বর্ষনে ময়মনসিংহ শহরের বেশিরভাগ সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারনে কমে যায় যানবাহনের সংখ্যা। এসময় দুর্ভোগের কবলে পড়ে নগরবাসী। শনিবার সকাল থেকেই থেমে থেমে ভারী বর্ষন হয় ময়মনসিংহে। দুপুরে দিকে আকাশভাঙ্গা বর্ষনে শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে যায়। এসময় শহরের ব্যবস্তম বাণিজ্যিক এলাকা গাঙিনাপাড়, দুর্গাবাড়ি রোড, সিকে ঘোষ রোড, স্টেশন রোড, রামবাবু রোড, নতুন বাজারসহ সাহেবআলী রোড, বাউন্ডারি রোড, ব্রাহ্মপল্লী রোড এবং বিভিন্ন আবাসিক এলাকায় হাটু সমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারনে অটো রিক্সা ও রিক্সাসহ সবধরনের হালকা যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় দুর্ভোগের কবলে পড়ে নগরবাসীসহ কর্মজীবী মানুষ। ভারী বর্ষনের কারনে আবাসিক ব্রাহ্মপল্লী রোডের বাসাবাড়িতে ও বাণিজ্যিক রামবাবু রোড, স্টেশন রোড, মেছুয়াবাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর নোংরা ও ময়লাযুক্ত পানি ঢুকলে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় নগরবাসী।
×