ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপস্থাপনায় অপু বিশ্বাস

প্রকাশিত: ০৭:০২, ১৩ জুন ২০১৭

উপস্থাপনায় অপু বিশ্বাস

সংস্কৃতি ডেস্ক ॥ সময়ের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। চলচ্চিত্রে অভিনয় করে শীর্ষ স্থান দখলের পর চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে এবং তার সন্তানের খবর প্রকাশ করে সবাইকে চমকে দেন। এর পর নাম বদলে এখন তিনি অপু ইসলাম খান নামেই পরিচিত হচ্ছেন। আসছে ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অপু অভিনীত চলচ্চিত্র ‘রাজনীতি’। বুলবুল বিশ্বাসের পরিচালনায় ‘রাজনীতি’ চলচ্চিত্রে শাকিব-অপু জুটিকে দেখতে পাবেন দর্শকরা। চলচ্চিত্র ছাড়াও এবারের ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানে দর্শক প্রথমবারের মতো দেখতে পাবেন উপস্থাপক অপু বিশ্বাসকে। ঈদ-উল-ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা উপভোগ করবেন দর্শকরা। নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শূটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ণনা করেছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতোমধ্যে ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ইন্টারেস্টিং লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। তাই এক কথায় রাজি হয়ে গেলাম। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভাল লাগবে। সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচার হবে।
×