ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নার্সিং বটল ক্যারিজ

প্রকাশিত: ০৬:৩৪, ১১ এপ্রিল ২০১৭

নার্সিং বটল  ক্যারিজ

যে সব শিশুরা রাতে ঘুমের মাঝে বোতলে দুধ বা জুস পান করে থাকে তাদের ক্ষেত্রে ক্যারিজ বা দন্তক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়া শিশুদেরও এমনটি হতে পারে। এ কারণেই এ জাতীয় দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজকে নাসিং বটল ক্যারিজ বলা হয়। আক্রান্ত দাঁত : শিশুদের ওপর চোয়ালের কর্তন দাঁত এবং পোষণ দাঁত বেশি আক্রান্ত হয়ে থাকে। নিচের চোয়ালের স্থায়ী ও অস্থায়ী পেষণ দাঁতও অনেক সময় আক্রান্ত হতে পারে। শিশুরা যখন বোতলে দুধ খায় তখন তা উপরের চোয়ালের সামনের দিকের কর্তন ও পিছনের দিকের পেষণ দাঁতের গায়ে লেগে থাকে। পরে তা ফারমেন্টেশন পদ্ধতিতে ক্যারিজ বা দন্তক্ষয় সৃষ্টি করে থাকে। প্রতিকার : ক) ঘুমের মাঝে বোতলে দুধ খাওয়ানো বন্ধ করতে হবে। এ ছাড়া দুধ খাওয়ানোর পর অবশ্যই পানি খাওয়াতে হবে। এর ফলে মুখ পরিষ্কার হয়ে যাবে এবং দন্তক্ষয়ের পরিমাণও কমে আসবে। খ) বোতলে পানি ছাড়া অন্য কোন পানীয় নিয়ে শিশুকে ঘুমোতে দেয়া যাবে না। গ) দাঁতের পাশাপাশি মাড়িও পরিষ্কার করতে হবে। ঘ) শিশুর বয়স এক বছর হওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে বোতলের পরিবর্তে যেন সে কাপ দিয়ে দুধ বা কোন পানীয় গ্রহণ করে। ঙ) যে কোন ধরনের মিষ্টি বা আঠালো জাতীয় ক্যান্ডি খাওয়ার পর শিশুকে কুলি করানোর অভ্যাস গড়ে তুলতে হবে। চ) সকাল এবং রাতে নিয়মিত ব্রাশ করতে হবে। ছ) শিশু ব্রাশ করতে না পারলে নরম তুলা বা গজ পানিতে ভিজিয়ে অভিভাবকদের দাঁত পরিষ্কার করে দিতে হবে। জ) মাঝে মাঝে হালকা গরম লবণ পানি কুলকুচি করতে হবে। ডাঃ মোঃ ফারুক হোসেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
×