ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ওয়ারী-সাধারণ বীমা

সিনিয়র ডিভিশন ফুটবল লীগ আজ শুরু

প্রকাশিত: ০৫:৫৯, ৩১ মার্চ ২০১৭

সিনিয়র ডিভিশন ফুটবল লীগ আজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সাব্বির আহমেদ সোহেল এবং রাশেদ আহমেদ সুমন। দু’জনই সিলেটের একই অঞ্চলের অধিবাসী। একজন উত্তর সুরমার, অন্যজন দক্ষিণ সুরমার। দু’জনেই পরস্পরের বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। দু’জনেই ফুটবল খেলেন। তবে ভিন্ন ক্লাবে। মজার ব্যাপারÑ দু’জনেই গোলরক্ষক এবং নিজ দলের অধিনায়কও বটে। অথচ বিস্ময়কর ব্যাপারÑ কোনদিনই পরস্পরের বিরুদ্ধে খেলেননি। তবে আজ খেলবেন কমলাপুর স্টেডিয়ামে। সিনিয়র ডিভিশন ফুটবল লীগে। বিকেল পৌনে ৪টায় ওয়ারী ক্লাব বনাম সাধারণ বীমা ক্রীড়া সংস্থার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ১২ ক্লাবের অংশগ্রহণে এই লীগের। সবকিছু ঠিক থাকলে এই লীগের মোট ৬৬টি খেলা শেষ হবে আগামী ১৯ মে। এত কম ম্যাচ হওয়ার কারণÑ লীগ অনুষ্ঠিত হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে (মাঠ স্বল্পতা এবং বাফুফের বিভিন্ন টুর্নামেন্টের কারণে সিডিউল না পাওয়া)। সাব্বির ওয়ারীর এবং রাশেদ খেলেন বীমার হয়ে। দু’জনেই আজকের ম্যাচে চান জিততে। শুধু প্রথম ম্যাচটাই নয়, তাদের লক্ষ্য লীগের শিরোপাটাই জিতে নেয়া। আজকের ম্যাচে তারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামার আবেগে রোমাঞ্চিতও। ওয়ারী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, ভিক্টোরিয়া এবং আবাহনীতে খেলা ৩৫ বছর বয়সী সাব্বির বলেন, ‘আমাদের দলের ৬-৭ জন অভিজ্ঞ ফুটবলার নেয়া হয়েছে। দলগঠন ভাল হয়েছে। দলের স্ট্রাইকিং এবং ডিফেন্স জোন নিয়ে আশাবাদী।’ দলের কোচ আশরাফুল হক বলেন, ‘প্রতিটি দলই উনিশ-বিশ। দলকে অনুশীলন করাতে পেরেছি ১৬ দিন, যা ছিল অপ্রতুল। তবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলব।’ টিএ্যান্ডটি, বিআরটিসি, ইস্ট এ্যান্ড, কসাইটুলী এবং গোল্ডেন ফিউচারের হয়ে খেলা ২৮ বছর বয়সী রাশেদ বলেন, ‘আমরা দল গড়েছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। আরামবাগ ও বারিধারা থেকে ৫-৬ ফুটবলার নেয়া হয়েছে।’ লীগ শুরুর উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির কনফারেন্স রুমে। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ। লীগের খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২টি দল যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে উন্নীত হবে এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দলটি সরাসরি দ্বিতীয় বিভাগ লীগে অবনমিত হবে।
×