ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

প্রকাশিত: ০৬:৩০, ৮ মার্চ ২০১৭

বাংলাদেশ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম আসরের চ্যাম্পিয়ন হয়ে গেছে বিসিবি উত্তরাঞ্চল। একদিন আগেই শিরোপা জয় নিশ্চিত করেছে দলটি। পয়েন্ট তালিকায় সবচেয়ে এগিয়ে থেকে দলটি প্রথমবারের মতো শিরোপা জয় নিশ্চিত করে নিয়েছে। ওয়ালটন মধ্যাঞ্চলের (৯ পয়েন্ট) শিরোপা জেতার কোন সুযোগ নেই। তারা আগেই ছিটকে পড়েছে। তবে উত্তরাঞ্চলের (১৯ পয়েন্ট) প্রতিদ্বন্দ্বী ছিল দুটি দল- প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল (১৩ পয়েন্ট) ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল (১২ পয়েন্ট)। কিন্তু ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে তৃতীয়দিনে মঙ্গলবার পূর্বাঞ্চলকে অলআউট করে দিয়েই শিরোপা জয় করেছে দলটি। আর তাই নতুন চ্যাম্পিয়ন দলও পেল বিসিএল। ২০১২-১৩ মৌসুমে মধ্যাঞ্চল, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে টানা দুইবার দক্ষিণাঞ্চল ও ২০১৫-১৬ মৌসুমে আবার মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হয়। এবার উত্তরাঞ্চল বাজিমাত করে। বিএসপিতে দক্ষিণাঞ্চলের হারের কোন সম্ভাবনা নেই। ফতুল্লায় উত্তরাঞ্চলের অবস্থাও তাই। মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের ম্যাচটিতেও ফল আসার সম্ভাবনা কম। তাতে কি দাঁড়াল। দুই ম্যাচই ড্র হতে চলেছে। তাই যদি হয়, তাহলে উত্তরাঞ্চল ড্র করার জন্য ১ পয়েন্ট পাবে। দক্ষিণাঞ্চলও তাই। পূর্বাঞ্চলও তাই। তাতে করে উত্তরাঞ্চলের ২০ পয়েন্ট হবে। দক্ষিণাঞ্চলের ১৪। আর পূর্বাঞ্চলের ১৩। মধ্যাঞ্চলের বিপক্ষে শাহরিয়ার নাফীস (২০৭*) তৃতীয়দিনে দ্বিশতক করেন। তার এই রান হতেই ৮ উইকেটে ৭৪৯ রান করা দক্ষিণাঞ্চল ইনিংস ঘোষণা করে। মধ্যাঞ্চলের ১১ ক্রিকেটারই এ ম্যাচটিতে বল করে। এরপর মধ্যাঞ্চল ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। মধ্যাঞ্চল এখনও প্রথম ইনিংসে ৫৬৫ রানে পিছিয়ে রয়েছে। আজ ম্যাচের চতুর্থদিন। দুই দলেরই একটি করে ইনিংস এখনও বাকি আছে। ম্যাচটি তাই ড্র হওয়ার পথেই আছে। ফতুল্লায় উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৩৭৪ রান করে। এরপর শফিউল ইসলামের (৬/৭০) বোলিং তোপে পড়ে ২১৬ রানে অলআউট হয়ে যায় পূর্বাঞ্চল। আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান করে উত্তরাঞ্চল। ৩৯৭ রানে এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। এই ম্যাচটিও ড্র’র পথেই আছে। উত্তরাঞ্চল সেই ড্রই চাচ্ছে। কারণ স্পষ্ট। ড্র করলে ১ পয়েন্টের সঙ্গে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় আরও ১ পয়েন্ট মিলবে। সঙ্গে পূর্বাঞ্চলকে প্রথম ইনিংসে অলআউট করায় মিলবে আরও ১ পয়েন্ট। মোট ৩ পয়েন্ট পাবে। ৩ পয়েন্ট বলতে গেলে মিলে গেছেও। তাতে পয়েন্ট হয়ে যাবে ২১। এক ম্যাচ থেকে সর্বোচ্চ ৭ পয়েন্ট পেতে পারে একটি দল। দক্ষিণাঞ্চল যদি এখন কোনভাবে জিতেও যায়, সবমিলিয়ে ৭ পয়েন্ট পায়ও, তাহলেও হবে ১৩ আর ৭ মিলে ২০ পয়েন্ট। উত্তরাঞ্চলের চেয়ে ১ পয়েন্ট কমই থাকবে। আর অপরদিকে উত্তরাঞ্চলকে প্রথম ইনিংসে অলআউট করায় ১ পয়েন্ট পেয়েছে পূর্বাঞ্চল। সেটিই তাদের প্রাপ্তি হয়ে থাকছে। শিরোপা থেকেও ছিটকে দিচ্ছে। আর তাই উত্তরাঞ্চলই চ্যাম্পিয়ন হয়ে গেছে। স্কোর ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস-দ্বিতীয়দিন ৭০১/৮ (তুষার ২১৭, শাহরিয়ার ১৭০*, মিঠুন ১৩১, আল-আমিন ৩৪; শুভাগত ৩/২০২, তানবির ২/৬৫ ও তৃতীয়দিন ৭৪৯/৮; ইনিংস ঘোষণা; শাহরিয়ার ২০৭*, নাজমুল ৩৬*)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস ১৮৪/৩; ৭২ ওভার (সাদমান ৬৩*, সাইফ ৫০, মার্শাল ৩৭; রাজ্জাক ২/৮৫)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ৩৭৪/১০ (ফরহাদ ১০৮, জুনায়েদ ৮৪, শান্ত ৪৩, ধীমান ৪৭; সাইফুদ্দিন ৪/৫৫, আবুল ৪/৮৫) ও দ্বিতীয় ইনিংস ২৩৯/৬; ৬৮ ওভার (শান্ত ৯১*, নাসির ৬৩, জুনায়েদ ৪০; জায়েদ ২/৪৫)। পূর্বাঞ্চল প্রথম ইনিংসÑ দ্বিতীয়দিন ১৯২/৭ (সাইফুদ্দিন ৩৫*, কাপালী ৩২; আবুল ২৫, রাহাতুল ২৩*; শফিউল ৫/৫৬) ও তৃতীয়দিন ২১৬/১০; ৬৯.৫ ওভার (সাইফুদ্দিন ৪০, রাহাতুল ৩৮, কাপালী ৩২; শফিউল ৬/৭০)।
×