ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোয়েটাকে কোয়ালিফায়ারে তুললেন মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৫:০০, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

কোয়েটাকে কোয়ালিফায়ারে তুললেন মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ তিনটি ম্যাচ আগেই খেলেছিলেন। কিন্তু চলমান পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরে ব্যাটে-বলে আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বৃহস্পতিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে জ্বলে উঠলেন তিনি। বল হাতে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষ করাচী কিংসকে বেশি রান করতে দেননি। তার দারুণ বোলিংয়ের পর কোয়েটা ১ ওভার থাকতেই জয় তুলে নেয় ৬ উইকেটে। এ জয়ের ফলে তার দল কোয়েটা নিশ্চিত করেছে কোয়ালিফায়ার রাউন্ড। দুর্দান্ত বোলিংয়ের জন্য বাংলাদেশী অলরাউন্ডার মাহমুদুল্লাহই হয়েছেন ম্যাচসেরা। এবারই প্রথম পিএসএল টি২০ খেলছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশের এ অলরাউন্ডার ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেই আরব আমিরাতে যান। প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারেনি জাতীয় দলের ব্যস্ততার কারণে। তবে যোগ দেয়ার পর নিয়মিতই খেলেছেন তিনি। আগের তিন ম্যাচে তেমন ভাল করতে পারেননি ব্যাটে-বলে। ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে অবশ্য অপরাজিত ২৯ করার মাধ্যমে পিএসএল যাত্রা শুরু হয়েছিল। পরের দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননিÑ পেশোয়ার জালমির বিরুদ্ধে ১৮ রানে ১ উইকেট এবং লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ২ ওভারে ২৩ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। তবে করাচীর বিরুদ্ধে যেন নিজের স্বরূপটা দেখালেন মাহমুদুল্লাহ। ৬ নম্বর বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন তিনি অষ্টম ওভারে। ততক্ষণে ৫৯ রান হয়ে গেছে করাচীর। মাহমুদুল্লাহ নিজেই অবশ্য চার হজম করে শুরু করেছিলেন। কিন্তু সেই ওভারেরই পঞ্চম বলে কুমার সাঙ্গাকারাকে সাজঘরে ফেরান দারুণ এক ফ্লাইটে পরাস্ত করে। প্রথম ওভারে ৭ রান দেয়ার পর দশম ওভারে এসে মাত্র ৪ রান দেন মাহমুদুল্লাহ। ১২তম ওভারে আবার আক্রমণে এসে দুরন্ত হয়ে ওঠেন মাহমুদুল্লাহ। এবারে ফিরিয়ে দেন দারুণ খেলতে থাকা ওপেনার বাবর আজমকে। এ ওভারেও মাত্র ৪ রান দেন তিনি। ১৪তম ওভারের চতুর্থ বলে মাহমুদুল্লাহকে বাউন্ডারি হাঁকান শোয়েব মালিক। কিন্তু পরের বলেই প্রতিশোধটা নিয়ে নেন মাহমুদুল্লাহÑ ফিরিয়ে দেন মালিককে। সবমিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তবে বাকি বোলারদের ব্যর্থতায় রান ঠিকই হয়েছে করাচীর। ততক্ষণে স্কোরবোর্ডে ৯৪ রান তুলে ফেলে করাচী মাহমুদুল্লাহর কাছে হারানো ৩ উইকেটেই। তার স্পেল শেষ হওয়ার পর শেষ ৬ ওভারে আরও ৬০ রান তোলে করাচী। দারুণ এ বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারটাও পেয়ে যান মাহমুদুল্লাহ। গত নবেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও বল হাতে বিস্ময়কর নৈপুণ্য দেখিয়ে আলোচিত ছিলেন মাহমুদুল্লাহ। বিশেষ করে দু’টি ম্যাচে শেষ ওভারে বোলিং করতে এসে ম্যাজিক দেখিয়ে তার দল খুলনা টাইটান্সকে অসম্ভব জয় পাইয়ে দিয়েছিলেন।
×