ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বাড়ি দখলের অভিযোগে মামলা

প্রকাশিত: ০৫:৪২, ২৬ ডিসেম্বর ২০১৬

বাড়ি দখলের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৫ ডিসেম্বর ॥ বুধবার ভোরে সাভার টান গে-া এলাকায় মনোয়ার হোসেন মিষ্টু নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাভারে অন্যতম বৃহৎ পোশাক কারখানা ‘আল মুসলিম’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত আরও দু’শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন মিষ্টু। জানা গেছে, ওইদিন ভোর রাতে মিষ্টুর বাড়িসহ ৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় উলাইল এলাকার পোশাক কারখানা আল মুসলিম গ্রুপ। এ সময় তারা ওই জমির চার পাশে টিনশেড দিয়ে দেয়। এ প্রেক্ষিতে ওই বাড়ির ভেতরে আটকা পড়ে ভাড়াটেরা। আল-মুসলিমের ভাড়াটে সন্ত্রাসীরা এ সময় ওই পরিবারের ১০ জনসহ অর্ধশতাধিক এলাকাবাসীকে পিটিয়ে আহত করে। অভিযোগ রয়েছে, আল মুসলিম গ্রুপ ক্ষমতার দাপট দেখিয়ে ওই এলাকার আরও নিরীহ ৫ ব্যক্তির জমি জবর দখল করেছে।
×